৬ জিবি RAM, ৪,০০০ mAh ব্যাটারি, ডুয়াল সেলফি ক্যামেরা মাত্র ১০,০০০ টাকায়!

রিয়ার ও সেলফি দুই ক্যামেরাতেই থাকছে 13+2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সেটআপ।

Updated By: Jun 11, 2019, 01:39 PM IST
৬ জিবি RAM, ৪,০০০ mAh ব্যাটারি, ডুয়াল সেলফি ক্যামেরা মাত্র ১০,০০০ টাকায়!

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে স্মার্টফোনের বাজারে শক্তিশালী RAM এবং ব্যাটারির চাহিদা তুঙ্গে। Redmi, Samsung, Asus-এর সঙ্গে প্রতিযোগিতায় সামিল হল, Infinix। ভারতে লঞ্চ হল Infinix-এর নতুন স্মার্টফোন Infinix Hot 7 Pro। 
Infinix-এর সিইও অনিশ কাপুর জানান, তরুণ প্রজন্মের দিকে নজর রেখেই বানানো হয়েছে এই ফোন। তিনি বলেন, "Infinix Hot 7 Pro-এর মধ্যে স্টাইল ও পারফর্মেন্সের সমন্বয় করেছি আমরা।"

আরও পড়ুন: পকেট-সই দামে কালার ডিসপ্লে-সহ একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে লঞ্চ হচ্ছে Mi Band 4!
মাত্র ৯,৯৯৯ টাকায় ৬ জিবি,  এবং ৪,০০০ mAh ব্যাটারি নজর কেড়েছে স্মার্টফোন উত্সাহীদের। তা ছাড়াও ঝকঝকে ছবির জন্য রিয়ার ও সেলফি দুই ক্ষেত্রেই থাকছে ডুয়াল ক্যামোরা সেটআপ।    
এক নজরে দেখে নেওয়া যাক Infinix Hot 7 Pro-এর স্পেসিফিকেশন...
১. Infinix Hot 7 Pro-তে থাকছে 6 জিবি RAM। দুর্দান্ত গেমিংয়ের অভিজ্ঞতার জন্য থাকছে MediaTek Helio P22 চিপসেট। পাওয়া যাবে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ।
২. রিয়ার ও সেলফি দুই ক্যামেরাতেই থাকছে 13+2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার সেটআপ।
৩. ফোনটি ৭.১৯ মিলিমিটার চওড়া। ফোনের ডিসপ্লে ৬.১৯ ইঞ্চি। ফোনের HD+ ডিসপ্লের উপর থাকছে একটি নচ।
৪. শক্তিশালী RAM-কে পাল্লা দিয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির দিকে নজর দিয়েছে প্রস্তুতকারক সংস্থা Infinix।

.