পকেট-সই দামে কালার ডিসপ্লে-সহ একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে লঞ্চ হচ্ছে Mi Band 4!

নিজস্ব প্রতিবেদন: ক্রমশ জনপ্রিয়তা বাড়ছে স্মার্টব্যান্ডের। প্রযুক্তির ব্যবহারে যেমন স্বাস্থ্যের খেয়াল রাখা সম্ভব, তেমনই স্মার্টব্যান্ডগুলি দেখতেও বেশ ‘ফ্যাশনেবল’, সুন্দর। আর Xiaomi-এর তৈরি স্মার্টব্যান্ড-গুলির দাম তো মধ্যবিত্তের নাগালের মধ্যেই। একটা সাধারণ ঘড়ির দামেই পাওয়া যায় Xiaomi-এর ফিটনেস ব্যান্ড।
আজ চিনে মোবাইল প্রস্তুতকারক সংস্থা Xiaomi প্রকাশ্যে আনতে চলেছে তাদের নতুন ফিটনেস ব্যান্ড Mi Band 4। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ব্যান্ডে থাকছে ঝকঝকে কালার ডিসপ্লে। তাছাড়া মিলবে একাধিক কালারের ব্যান্ডের অপশন। Mi Band 4 ছাড়াও ৭টি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে Xiaomi। তার মধ্যে ৬টি প্রোডাক্ট স্মার্ট ব্যান্ড হবে বলে জানিয়েছে Xiaomi। তবে, আরেকটি প্রোডাক্টের বিষয়ে ‘রহস্য’ ধরে রাখতে চাইছে সংস্থা। আজ চিনে Mi Band 4-এর লঞ্চের পরই সেই বিষয়টি সম্পর্কে জানানো হবে। 

আরও পড়ুন: Amazon-কে টেক্কা, Flipkart-এও শুরু হল স্মার্টফোনের সেল
সোমবার Weibo -র একটি পোস্টে Xiaomi-র সিইও লেই জুন জানান, Mi Band 4 -এ একটি ভ্যারিয়েন্টে থাকবে মোবাইল পেমেন্টের নতুন ফিচার। 
তা ছাড়া, Mi Band 4 এর কিছু ছবিও প্রকাশ্যেও আনে সংস্থা। সেই ছবি অনুযায়ী ৬টি রঙে পাওয়া যাবে নতুন ব্যান্ড। বর্তমানে Mi Band 3 কেবলমাত্র তিনটি রঙে পাওয়া যায়। 
লেই জুন জানান, নতুন স্মার্টব্যান্ডের চার্জিং পিন থাকবে ব্যান্ডের তলার দিকে। 
আগের Mi Band 3 -এর তুলনায় নতুন  Mi Band 4 -এ বেশি শক্তিশালী ব্যাটারি থাকবে। এ ছাড়াও হার্ট-রেট সেন্সর আরও উন্নত করা হবে নতুন ব্যান্ডে।
-এর দাম ১,৯৯৯ টাকা, যা কিনা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। Mi Band 4-এর দামও তার আশে পাশেই রাখা হবে বলে মনে করা হচ্ছে। 

English Title: 
New Mi Band 4 with colour display should be within the reach of middle-class
News Source: 
Home Title: 

পকেট-সই দামে কালার ডিসপ্লে-সহ একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে লঞ্চ হচ্ছে Mi Band

পকেট-সই দামে কালার ডিসপ্লে-সহ একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে লঞ্চ হচ্ছে Mi Band 4!
Yes
Is Blog?: 
No