গ্রাহকদের জন্য চমকদার অফার এয়ারটেলের
পুরনো অফারকেই নতুন মোড়কে নিয়ে এল দেশের অন্যতম বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। রিলায়েন্স জিওকে কোণঠাসা করতে, ৩৯৯ টাকার রিচার্জ অফারকে গ্রাহকদের কাছে নতুনভাবে এবং আরও বেশি সুবিধা যুক্ত করে নিয়ে আসছে তারা।
![গ্রাহকদের জন্য চমকদার অফার এয়ারটেলের গ্রাহকদের জন্য চমকদার অফার এয়ারটেলের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/22/106432-airtel-22-1-18.jpg)
নিজস্ব প্রতিবেদন: পুরনো অফারকেই নতুন মোড়কে নিয়ে এল দেশের অন্যতম বৃহত্তম টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। রিলায়েন্স জিওকে কোণঠাসা করতে, ৩৯৯ টাকার রিচার্জ অফারকে গ্রাহকদের কাছে নতুনভাবে এবং আরও বেশি সুবিধা যুক্ত করে নিয়ে আসছে তারা।
আরও পড়ুন : দারুণ অফার! ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেলে অস্বাভাবিক ছাড়ে স্মার্টফোন
এই অফারে প্রিপেইড গ্রাহকদের জন্য এয়ারটেল প্রতিদিন ১ জিবি ৩জি-৪জি ডেটা, আনলিমিটেড লোকাল, ন্যাশনাল এবং রোমিং কল, ১০০ SMS দেবে মাত্র ৩৯৯ টাকায়। আর এয়ারটেলের এই ৩৯৯ টাকার প্যাকের মেয়াদ হবে ৮৪ দিন।
এর আগে এয়ারটেলের ৩৯৯ টাকার এই রিচার্জে ৭০ দিনের বৈধতা থাকত।
আরও পড়ুন : গ্রাহকদের চমকে দিতে সারপ্রাইজ ক্যাশব্যাক অফার জিও-র