নেট গতি বাড়াতে এয়ারটেলের নয়া পরিকল্পনা
টেলিনর ইন্ডিয়ার পর এবার টিকোনা 4G স্পেকট্রাম। 4G পরিষেবায় একচ্ছত্র অধিপতি হওয়ার লক্ষ্যে ফের বড়সড় অধিগ্রহণের পথে এয়ারটেল। ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। সূত্রের খবর, ১০০০ কোটি টাকায় টিকোনা 4G স্পেকট্রাম কিনতে চলেছে ভারতী এয়ারটেল।
ওয়েব ডেস্ক : টেলিনর ইন্ডিয়ার পর এবার টিকোনা 4G স্পেকট্রাম। 4G পরিষেবায় একচ্ছত্র অধিপতি হওয়ার লক্ষ্যে ফের বড়সড় অধিগ্রহণের পথে এয়ারটেল। ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। সূত্রের খবর, ১০০০ কোটি টাকায় টিকোনা 4G স্পেকট্রাম কিনতে চলেছে ভারতী এয়ারটেল।
তবে এই মুহূর্তে বাজারে কিছু পরিমাণ দেনা রয়েছে। যার জন্য দেনা মিটিয়ে এয়ারটেলের মোট অধিগ্রহণ খরচ পড়বে ১৫০০-১৭০০ কোটি। ২৩০০ মেগা হার্ত্জ ব্যান্ডের এয়ারওয়েভ রয়েছে টিকোনার। ২০১০-এ গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ পূর্ব, উত্তরপ্রদেশ পশ্চিম ও রাজস্থানে যার নিলাম হয়। মুম্বই থেকে পরিচালিত এই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটি বর্তমানে একটি বাণিজ্যিক হাই-স্পিড ব্রডব্যান্ড পরিষেবা চালাচ্ছে বেশ কিছু শহরে। যার মূল লক্ষ্যই হল বিভিন্ন এন্টারপ্রাইজ ও হোম কানেকশন।
টিকোনা স্পেকট্রাম অধিগ্রহণের মাধ্যমে এয়ারটেলের ডেটা পরিষেবা ক্ষমতা আরও বাড়বে। এয়ারটেল বর্তমানে এখন ১৮০০ মেগা হার্ত্জ ব্যান্ডে পরিষেবা দেয়। টিকোনা স্পেকট্রাম অধিগ্রহণের পর এয়ারটেল চলে আসবে ২৩০০ মেগা হার্ত্জ ব্যান্ডে। ফলে বাড়বে নেট গতি।