জিও-কে টেক্কা দিতে ফ্রি প্ল্যান এয়ারটেলের

জিও বিপ্লবের গুঁতোয় এবার ময়দানই লড়াইয়ে নাম লেখালো এয়ারটেলও। কোনও ভুয়ো খবর নয়, দেশের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল নিয়ে আসছে অল টাইম ফ্রি কলের অফার। ভারতের যেকোনও প্রান্ত থেকে যেকোনও সময়ে এয়ারটেল থেকে এয়ারটেল এবার থেকে একেবারে বিনামূল্যে। "এয়ারটেলের পক্ষ থেকে এটি আরও একটি ইতিবাচক পদক্ষেপ যা আমাদের গ্রাহককে আরও ভালো পরিষেবা দেবে বলেই আমরা মনে করছি", নতুন অফার নিয়ে এমনটাই বলছেন এয়ারটেলের মার্কেটিং ডিরেক্টর অজয় পুরী। 

Updated By: Dec 8, 2016, 02:35 PM IST
জিও-কে টেক্কা দিতে ফ্রি প্ল্যান এয়ারটেলের

ওয়েব ডেস্ক: জিও বিপ্লবের গুঁতোয় এবার ময়দানই লড়াইয়ে নাম লেখালো এয়ারটেলও। কোনও ভুয়ো খবর নয়, দেশের সর্ব বৃহৎ টেলিকম সংস্থা এয়ারটেল নিয়ে আসছে অল টাইম ফ্রি কলের অফার। ভারতের যেকোনও প্রান্ত থেকে যেকোনও সময়ে এয়ারটেল থেকে এয়ারটেল এবার থেকে একেবারে বিনামূল্যে "এয়ারটেলের পক্ষ থেকে এটি আরও একটি ইতিবাচক পদক্ষেপ যা আমাদের গ্রাহককে আরও ভালো পরিষেবা দেবে বলেই আমরা মনে করছি", নতুন অফার নিয়ে এমনটাই বলছেন এয়ারটেলের মার্কেটিং ডিরেক্টর অজয় পুরী। 

 

১৪৫ টাকা দিয়ে রিচার্জ করলেই এয়ারটেল গ্রাহক পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা, যেখানে এয়ারটেল থেকে এয়ারটেল কলিং একবারে ফ্রি, সঙ্গে থাকছে ৩০০ এমবি ডেটা ব্যবহারেরও সুযোগ। প্রেপেইড প্ল্যানেই গ্রাহকরা এই সুবিধা পাবেন। আরও পড়ুন- এয়ারটেল তিন মাস ফ্রি ডেটার অফার দিচ্ছে?সত্যিটা জেনে নিন

 

৩৪৫ টাকার রিচার্জ করলে এই প্ল্যানেই গ্রাহক ১৮ দিনের জন্য পেয়ে যাবেন ১ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। ৪ জি ফোনে এই সুবিধা পাবেন গ্রাহক। একমাত্র কেরালার ক্ষেত্রেই এয়ারটেল গ্রাহক টু জি এবং থ্রি জিতেও এই পরিষেবা পাবেন। ৪৫৯ টাকা রিচার্জ করালে গ্রাহক পাবেন ৪ জিবি ডেটা। ৫৫৯ টাকা রিচার্জ করলে ডেটা ব্যবহারের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৮ জিবি। আর কোনও ৯৯৯ টাকার রিচার্জ করলে সে পাবেন ২০ জিবি ডেটা। আরও পড়ুন- BSNL 4G ExPress সিম- এটা একটা ভাইরাস 

.