৯৮ টাকার রিচার্জ নিয়ে মুখোমুখি জিও-এয়ারটেল

দেখে নিন, ৯৮ টাকার রিচার্জে কোন সার্ভিস প্রোভাইডর বেশি পরিষেবা দিচ্ছে, আর কোন সার্ভিস প্রোভাইডর কম।

Updated By: Feb 23, 2018, 02:53 PM IST
৯৮ টাকার রিচার্জ নিয়ে মুখোমুখি জিও-এয়ারটেল

নিজস্ব প্রতিবেদন: যুদ্ধ লেগেছে দুই বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল এবং জিও-র মধ্যে। দুই সার্ভিস প্রোভাইডরই নিয়ে এসেছে ৯৮ টাকার রিচার্জ প্যাক। ডেটা যুদ্ধে জিও এবং এয়ারটেল গ্রাহকরা পড়েছেন বিপাকে। কোন টেলিকম অপারেটরকে বেছে নেবেন, তা ভেবে উঠতে পারছেন না। তাহলে দেখেই নিন, ৯৮ টাকার রিচার্জে কোন সার্ভিস প্রোভাইডর বেশি পরিষেবা দিচ্ছে, আর কোন সার্ভিস প্রোভাইডর কম।

আরও পড়ুন : ২ হাজার টাকা ক্যাশব্যাক অফার আইডিয়ার, জানুন কীভাবে পাবেন

রিলায়েন্স জিও-র ৯৮ টাকার প্যাকে কী কী সুবিধা পাচ্ছেন গ্রাহকরা?

১) ২ জিবি ডেটা।
২) আনলিমিটেড ভয়েস কলিং।
৩) ৩০০টি SMS।
৪) জিও-র ৯৮ টাকার এই প্যাকের বৈধতা ২৮ দিনের।

এয়ারটেলের ৯৮ টাকার রিচার্জ প্যাকে কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

১) ৫ জিবি ডেটা।
২) এয়ারটেলের এই অফারের বৈধতা ২৮ দিনের।

তবে, এয়ারটেলের এই অফারে আনলিমিটেড কলিং কিংবা এসএমএস-র পরিষেবা নেই। এবং এয়ারটেলের এই অফার শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার গ্রাহকরাই পাবেন।

প্রসঙ্গত, এর আগে এয়ারটেল নোকিয়া ২ এবং নোকিয়া ৩ ফোন কেনার উপর ২ হাজার টাকা ক্যাশব্যাকের অফার ঘোষণা করেছিল।

আরও পড়ুন : বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান

.