নতুন তিনটি ঝকঝকে ফোন লঞ্চ করেছে Nokia! দাম শুরু হচ্ছে মাত্র ৫,২০০ টাকা থেকে!
আসুন এগুলির দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি বাজারে আত্মপ্রকাশ করল Nokia-র তিনটি ঝকঝকে, নতুন স্মার্টফোন। মধ্যবিত্তর বাজার ধরতে এই ফোনগুলির দামও বেশ কমই রেখেছে HMD Global। Nokia-র নতুন স্মার্টফোনগুলি হল Nokia C5 Endi, Nokia C2 Tava and Nokia C2 Tennen। আসুন এগুলির দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...
Nokia C5 Endi-এর স্পেসিফিকেশন আর দাম:
১) Nokia C5 Endi-তে রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে Helio P22 চিপসেট।
২) এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনে রয়েছে ৩ জিবি RAM ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।
৩) এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে ফেস আনলক সাপোর্ট।
৪) এই ফোনে ৫,০০০ mAh-এর ব্যাটারি দিয়েছে সংস্থা। Nokia C5 Endi'-এর দাম ১৬৯.৯৯ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় প্রায় ১২,৭০০ টাকা)।
Nokia C2 Tava আর Nokia C2 Tennen-এর স্পেসিফিকেশন আর দাম:
১) এই দুটি ফোনেরই ডিজাইন এক। তবে স্পেসিফিকেশনের সঙ্গে সঙ্গে দামেও কিছুটা পার্থক্য রয়েছে। দুটি ফোনেই ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই দুটি ফোনেই রয়েছে Android 10 অপারেটিং সিস্টেম। ফোনের ভিতরে থাকছে Helio P22 চিপসেট।
আরও পড়ুন: জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশ জুড়ে নিষিদ্ধ করা হল WeTransfer!
২) এই দুটি ফোনেই রয়েছে ২ জিবি RAM + ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।
৩) এই দুটি ফোনেই রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যার প্রাইমারি সেন্সরটি ৮ মেগাপিক্সেলের।
৪) Nokia C2 Tava-এর দাম ১০৯.৯৯ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় প্রায় ৮,৩০০ টাকা)। Nokia C2 Tennen-এর দাম ৬৯.৯৯ মার্কিন ডলার (ভারতীয় মূদ্রায় প্রায় ৫,২০০ টাকা)।