সোমবার লঞ্চ হচ্ছে Android O, নাম নিয়ে চলছে জল্পনা

Updated By: Aug 19, 2017, 07:55 PM IST
সোমবার লঞ্চ হচ্ছে Android O, নাম নিয়ে চলছে জল্পনা

ওয়েব ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে আনুষ্ঠানিক ভাবে অ্যান্ডরয়েডের পরবর্তী ভার্সন লঞ্চ করতে চলেছে গুগল। সোমবার মার্কিন ‌যুক্তরাষ্ট্রের আকাশে ‌যখন চাঁদের নীচে ঢাকা পড়বে সূ‌র্য, সেদিনই নতুন অপারেটিং সিস্টেম 'অ্যান্ডরয়েড ও' লঞ্চ করতে চলেছে গুগল। শনিবার এই খবর প্রকাশিত হয়েছে শোরগোল পড়েছে প্র‌যুক্তিপ্রেমীদের মধ্যে। 

আরও পড়ুন - মাত্র ২৯৯ টাকায় 4G ফোন, Jio Phone-কে চাপে ফেলে দিল এই হ্যান্ডসেট

গত ৮ বছরে মোবাইল ফোনের সংজ্ঞাই বদলে দিয়েছে অ্যান্ডরয়েড। একের পর এক আপডেটে আম আদমির পকেটে পৌঁছে দিয়েছে অসম্ভব সব ফিচার। ‌যার ‌জেরে একদিকে ‌যেমন ‌যোগা‌যোগ বিপ্লব ঘটেছে, তেমনি বেড়েছে মানুষের সক্ষমতা। তাই অ্যান্ডরয়েডের অফিশিয়াল আপডেট নিয়ে কৌতুহল চাপতে পারে না সাধারণ মানুষও। আর এবার নতুন ভার্সন লঞ্চের জন্য গুগল বেছেছে মার্কিন মুলুকে সূ‌র্যগ্রহণের দিনটিকে।

২১ অগাস্ট শতাব্দীর সেরা সূ‌র্যগ্রহণ দেখতে ফুটছে ক্যালিফোর্নিয়া থেকে কেনটার্কি। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের পশ্চিম থেকে পূর্ব উপকূলে দেখা ‌‌যাবে পূর্ণগ্রাস  সূ‌র্যগ্রহণ। এর আগে ১৯১৮ সালে দেখা গিয়েছিল এমন গ্রহণ। সোমবার চাঁদের নীচে ঢাকা প‌ড়বে সূ‌র্য। অন্ধকারের মধ্যে দেখা ‌যাবে শুধু সূ‌র্যের ছটা বা করোনা। ‌যার আকার ইংরাজির 'O' অক্ষরের মতো। তাই সূ‌র্যগ্রহণের দিনই নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

আরও পড়ুন - কেন পকেটে ফাটল শাওমি ফোন? কী বলল কোম্পানি? জেনে নিয়ে সাবধান হোন আপনিও 

তবে অ্যান্ডরয়েড ও-র নাম এখনো খোলসা করেনি সংস্থা। সেখানে এখনো জট পাকিয়ে রয়েছে রহস্য। সাধারণত কোনও 'ডেজ়ার্ট' বা শেষ পাতের মিষ্টির নামে অ্যান্ডরয়েডের নাম রাখে গুগল। অধিকাংশের মতে অ্যান্ডরয়েডের নতুন ভার্সনের নাম হতে চলেছে অ্যান্ডরয়েড ওরিও। তবে তা মানতে নারাজ অনেকেই। অ্যান্ডরয়েড ও-র লঞ্চ ইভেন্টে গুগল পরবর্তী পিক্সেল ফোনের ঝলক দেখাতে পারে বলেও মনে করছেন ওয়াকিফহাল মহল। 

 

.