অ্যাঙ্গরি বার্ডস টু গেম আসতে চলেছে ৩০ জুলাই

ওয়েব ডেস্ক: চলতি মাসের শেষের দিকেই আসতে চলেছে অ্যাঙ্গরি বার্ডস টু গেম। এই মুহূর্তে ১৫টি গেম ও ৩ বিলিয়ন ডাউনলোডের সৌজন্যে বিশ্বের সবথেকে জনপ্রিয় মোবাইল গেম অ্যাপস অ্যাঙ্গরি বার্ডস। ২০১৬তে আসতে চলেছে অ্যাঙ্গরি বার্ডস মুভি।

ওয়েবসাইটে এখনও নিজেদের অ্যাঙ্গরি বার্ডস টু গেমের রিলিজের দিন প্রকাশ করে এন্টারটেনমেন্ট মিডিয়া কোম্পানি রেভিও। শুধু সিকোয়েল সম্পর্কে দেওয়া হয়েছে কিছু ক্লু। বলা হয়েছে আগামী ২ সপ্তাহ ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ভাইন ও ইউটিউবে অ্যাঙ্গরি বার্ডসের ওপর চোখ রাখতে। দেখা যেতে পারে ছোট্ট পিগিকে নতুন কিছু করতে।

English Title: 
Angry Birds 2 game to be released on 30th July
News Source: 
Home Title: 

অ্যাঙ্গরি বার্ডস টু গেম আসতে চলেছে ৩০ জুলাই

অ্যাঙ্গরি বার্ডস টু গেম আসতে চলেছে ৩০ জুলাই
Yes
Is Blog?: 
No