'হস্তে মজুত নগদে' সম্মিলিতভাবে মাইক্রোসফ্ট, গুগল ও অ্যামাজনকে পেছনে ফেলল অ্যাপেল একাই

"পুস্তকস্য তু যা বিদ্যা পরহস্ত গতম্ ধনম্/কার্যকালে সমুত্‍পন্নে ন সা বিদ্যা ন তদ ধনম" অর্থাত্‍ বইয়ের অন্দরে থাকা বিদ্যা অথবা অন্যের হাতে থাকা টাকা, কোনওটিই কাজের সময় কাজে লাগে না, এমনই বলেছেন চাণক্য তাঁর শ্লোকের মাধ্যমে। অর্থাত্‍ হাতে থাকা নগদ টাকাই আসল। আর সেই নিরিখে অ্যাপেল সংস্থা একাই টেক্কা দিচ্ছে মাইক্রোসফ্ট, অ্যামাজন এবং গুগলের ধারক সংস্থা অ্যালফাবেট ইনের সম্মিলিত নগদ মজুতের সঙ্গে। আজ দ্বিতীয় কোয়ার্টারের ফলাফল প্রকাশ করে অ্যাপেল সংস্থার তরফে এমনটাই দাবি করা হয়েছে। টিম কুকের সংস্থাটি জানিয়েছে, তাদের হাতে মজুত নগদ অর্থের পরিমান ২৫৬ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, মাইক্রোসফ্ট, গুগল ও অ্যালফাবেটের ক্ষেত্রে এর পরিমান যথাক্রমে- ১২৬, ৯২ এবং ২২ বিলিয়ন মার্কিন ডলার। (আরও পড়ুন- টাটা! 'কাল থেকে আর চাকরিতে আসতে হবে না' )

Updated By: May 3, 2017, 05:10 PM IST
'হস্তে মজুত নগদে' সম্মিলিতভাবে মাইক্রোসফ্ট, গুগল ও অ্যামাজনকে পেছনে ফেলল অ্যাপেল একাই

ওয়েব ডেস্ক: "পুস্তকস্য তু যা বিদ্যা পরহস্ত গতম্ ধনম্/কার্যকালে সমুত্‍পন্নে ন সা বিদ্যা ন তদ ধনম" অর্থাত্‍ বইয়ের অন্দরে থাকা বিদ্যা অথবা অন্যের হাতে থাকা টাকা, কোনওটিই কাজের সময় কাজে লাগে না, এমনই বলেছেন  চাণক্য তাঁর শ্লোকের মাধ্যমে। অর্থাত্‍ হাতে থাকা নগদ টাকাই আসল। আর সেই নিরিখে অ্যাপেল সংস্থা একাই টেক্কা দিচ্ছে মাইক্রোসফ্ট, অ্যামাজন এবং গুগুলের ধারক সংস্থা অ্যালফাবেট ইনের সম্মিলিত নগদ মজুতের সঙ্গে। আজ দ্বিতীয় কোয়ার্টারের ফলাফল প্রকাশ করে অ্যাপেল সংস্থার তরফে এমনটাই দাবি করা হয়েছে। টিম কুকের সংস্থাটি জানিয়েছে, তাদের হাতে মজুত নগদ অর্থের পরিমান ২৫৬ বিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, মাইক্রোসফ্ট, গুগুল ও অ্যালফাবেটের ক্ষেত্রে এর পরিমান যথাক্রমে- ১২৬, ৯২ এবং ২২ বিলিয়ন মার্কিন ডলার। (আরও পড়ুন- টাটা! 'কাল থেকে আর চাকরিতে আসতে হবে না' )

.