এই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই বিপদ! কীভাবে এড়াবেন?

হোয়াটসঅ্যাপে 'Whats Up?' এটাই এখন জেন নেক্সট থেকে জেন ওয়াইয়ের লেটেস্ট স্ট্যাটাস৷ ঘুম ভেঙে, ব্রাশ করতে করতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, ট্রেনে-বাসে বসে, অফিসে বসের চোখ এড়িয়ে চলছে এই 'Whats Up'৷ সবুজ রঙের 'বাবলের' উপর একটা সাদা রঙের 'রিসিভার'৷ এটাই সর্বাধিক ব্যবহৃত মেসেঞ্জারের পরিচিত সাইন৷ কিন্তু এর বাইরেও রয়েছে আরেকটি হোয়াটস অ্যাপ৷ আর বিপদ লুকিয়ে সেখানেই...

Updated By: May 28, 2016, 09:41 AM IST
এই হোয়াটসঅ্যাপ ডাউনলোড করলেই বিপদ! কীভাবে এড়াবেন?

ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপে 'Whats Up?' এটাই এখন জেন নেক্সট থেকে জেন ওয়াইয়ের লেটেস্ট স্ট্যাটাস৷ ঘুম ভেঙে, ব্রাশ করতে করতে, রাস্তায় হাঁটতে হাঁটতে, ট্রেনে-বাসে বসে, অফিসে বসের চোখ এড়িয়ে চলছে এই 'Whats Up'৷ সবুজ রঙের 'বাবলের' উপর একটা সাদা রঙের 'রিসিভার'৷ এটাই সর্বাধিক ব্যবহৃত মেসেঞ্জারের পরিচিত সাইন৷ কিন্তু এর বাইরেও রয়েছে আরেকটি হোয়াটস অ্যাপ৷ আর বিপদ লুকিয়ে সেখানেই...

কীরকম?

এই হোয়াটসঅ্যাপের পোশাকি নাম গোল্ডেন হোয়াটসঅ্যাপ৷ দেখতে কালো রঙের বাবল সাইনের উপর একটা সোনালি রঙের রিসিভার৷

কেন বিপদ?

আসলে এটি হোয়াটসঅ্যাপের কোনও ভার্সনই নয়৷ এটি আসলে হ্যাকারদের পেতে রাখা ফাঁদ৷ যে ফাঁদে পা বাড়ালে আপনার ফোন থেকে চুরি হয়ে যাবে সব গুরুত্বপূর্ণ তথ্য৷ চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও৷আপনার মোবাইলে ঢুকে পড়বে ভাইরাস৷

কীভাবে এড়াবেন এই বিপদ?

নকল এই অ্যাপটিকে আটকাতে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ৷ গুগল প্লে স্টোরে গেলেই দেখতে পাওয়া যায় এই সোনালি হোয়াটসঅ্যাপকে৷ কোনওভাবেই ডাউনলোড করবেন না এই ভার্সনটি৷ তাহলেই আপনি থাকবেন সুরক্ষিত৷

.