Bengal Election 2021: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল প্রার্থী কাজল সিংহের

ভোটের ফলাফলের আগেই মৃত্যু তৃণমূল প্রার্থী কাজ সিংহের

Updated By: Apr 25, 2021, 12:56 PM IST
Bengal Election 2021: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু তৃণমূল প্রার্থী কাজল সিংহের

নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল সিংহের। ভোটের আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে জানা যাচ্ছে। শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

কাজলের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘খুব খুব দুঃখজনক ঘটনা। স্তম্ভিত। খড়দহে আমাদের প্রার্থী কাজল সিংহ প্রয়াত হলেন কোভিডে। উনি নিজের জীবন মানুষকে সেবা করার জন্য নিয়োজিত করেছিলেন। নিরন্তর প্রচার করে গিয়েছেন। আমরা ওঁর অভাব বোধ করব। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল’।

গত বুধবার জানা যায়, কাজল সিংহ করোনা পজিটিভ। বুধবার থেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর পরের দিনই ২২ তারিখ ছিল নির্বাচন। এর আগে নির্বাচনের জন্য প্রচারে এলাকায় ঘুরে প্রচার করেছিলেন কাজল। নির্বাচনের দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে আজ রবিবার মৃত্যু হয় কাজল সিংহের। 

.