Electric Cars: বৈদ্যুতিক গাড়িতে আমদানি শুল্ক কমানোর ভাবনা কেন্দ্রের
আগেই কেন্দ্রে কাছে এই আর্জি জানায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা Tesla।
নিজস্ব প্রতিবেদন: বৈদ্যুতিন যানবাহনে (electric cars) আমদানি শুল্ক (import duties) কমাতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, ৪০ শতাংশ কমানো হতে পারে আমদানি শুল্ক। দুই সরকারি আধিকারিকের কাছ থেকে এনটাই জানতে পেরেছেন সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)।
জানা গিয়েছে, আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলার (Tesla Inc) তরফে কেন্দ্রের কাছে এই আর্জি জানান হয়। বৈদ্য়ুতিন যাবে আমদানি শুক্ল কমানোর দাবি করা হয়। সরকারি এই আধিকারিকদের থেকে সংবাদ সংস্থা রয়টার্স জানতে পেরেছে $40,000-এর কম মূল্যের যানের উপর আমদানি শুল্ক ৪০ থেকে ৬০ শতাংশ কমাতে পারে কেন্দ্র। $40,000-এর বেশি মূল্যের যানের উপর ৬০ শতাংশ তেকে একশো শতাংশ কমানো হতে পারে আমদানি শুল্ক।
আরও পড়ুন: এবার Twitter Spaces পরিচালনা করতে পারবেন আপনিও! নয়া ফিচার আনছে মাইক্রোব্লগিং সাইট
আরও পড়ুন: WhatsApp: হোয়াটসঅ্যাপে 'অদৃশ্য' হবে ফটো-ভিডিও! আসছে নয়া আপডেট
এর আগে, টেসলার সিইও এলন মাস্ক টুইট করেছিলেন যে তিনি বৈদ্যুতিক যানবাহনের জন্য ভারতে সাময়িক আমদানি শুল্ক ছাড়ের আশা করছেন। তিনি বলেন যে, 'টেসলা শীঘ্রই ভারতে গাড়ি লঞ্চ করতে চায়, কিন্তু ভারতের আমদানি শুল্ক বিশ্বের যে কোনও বড় দেশ থেকে বেশি।
We want to do so, but import duties are the highest in the world by far of any large country!
Moreover, clean energy vehicles are treated the same as diesel or petrol, which does not seem entirely consistent with the climate goals of India.
— Elon Musk (@elonmusk) July 23, 2021