#FacebookDown হঠাত্ বন্ধ ফেসবুক, টুইটারে উঠল ঝড়
প্রাথমিক তথ্য অনুসারে শুধুমাত্র ভারতেই এই সমস্যা হয়েছে। বিদেশ থেকে এমন কোনও অভিযোগ মেলেনি। ফেসবুক বন্ধ হতেই টুইটারে ট্রেন্ড করতে থাকে #FacebookDown
ওয়েব ডেস্ক: হঠাত্ বন্ধ ফেসবুকের পরিষেবা। ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৮.৩০ মিনিট থেকে খোলা যাচ্ছিল না ফেসবুকে কোনও পেজ। মোবাইল ও ডেস্কটপ দুই জায়গাতেই সমস্যার মুখে পড়েন ব্যবহারকারীরা।
প্রাথমিক তথ্য অনুসারে শুধুমাত্র ভারতেই এই সমস্যা হয়েছে। বিদেশ থেকে এমন কোনও অভিযোগ মেলেনি। ফেসবুক বন্ধ হতেই টুইটারে ট্রেন্ড করতে থাকে #FacebookDown
স্ক্রিনশট নিয়ে টুইট করতে থাকেন অনেকে। তবে কেন হঠাত্ ফেসবুক বন্ধ হল তা নিয়ে মুখ খোলনি সংস্থা।
Facebook & instagram goes down #facebookdown #instagramdown pic.twitter.com/zOK4N6b9ku
— Hardik (@hardikdamor_) January 23, 2018
#FacebookDown
RT if you are facing it too.#MarkZuckerberg pic.twitter.com/T2No6WVlBW— Indiatimes (@indiatimes) January 23, 2018
What does one do when Facebook is down? Log in to Twitter to check the rants! #facebookdown
— Debarati Sanyal (@sanyal_2008) January 23, 2018
The whole #FB network is down. After #instagram and #WhatsApp, now fb too! I’m sure a lot of people are going crazy! #FacebookDown pic.twitter.com/3uYK8PXzII
— Nikhil Chawla (@nikhilchawla) January 23, 2018
Facebook is down!!! Thats surprising. #facebookdown pic.twitter.com/KsLhJx3nhY
— Parijat Bodas (@ParijatBodas) January 23, 2018