গুগলের পরে এই প্রথম অ্যান্ড্রয়েড মার্শমেলো নিয়ে এল এইচটিসি

এইচটিসির নতুন ফোন ওয়ান এ৯। এই ফোনটি ২৯ হাজার ৯৯০ টাকা দিয়ে কেমলমাত্র পাওয়া যাচ্ছে অনলাইন শপিং সাইট স্ন্যাপডিলে। ফোনটির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়া গুগল নেক্সাসের পরে বাজারে এই প্রথম অ্যান্ড্রয়েড মার্শমেলো নিয়ে এল এইচটিসির ওয়ান এ৯ ফোনটি। পুরো ফোনটি তৈরি হয়েছে মেটাল দিয়ে এবং এর অ্যান্টেনাটি রয়েছে ফোনের ঠিক পিছন দিকে। ৫" ডিসপ্লে, ৩জিবি র‍্যাম, ৬১৭ ওক্টাকোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ব্যক ক্যামেরা এবং ২.০ অ্যাপারচার সহ ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। কম আলোতেও খুব ভালো ছবি তোলা যাবে এই ফোন দিয়ে।  

Updated By: Dec 8, 2015, 06:44 PM IST
গুগলের পরে এই প্রথম অ্যান্ড্রয়েড মার্শমেলো নিয়ে এল এইচটিসি

ওয়েব ডেস্ক: এইচটিসির নতুন ফোন ওয়ান এ৯। এই ফোনটি ২৯ হাজার ৯৯০ টাকা দিয়ে কেমলমাত্র পাওয়া যাচ্ছে অনলাইন শপিং সাইট স্ন্যাপডিলে। ফোনটির মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়া গুগল নেক্সাসের পরে বাজারে এই প্রথম অ্যান্ড্রয়েড মার্শমেলো নিয়ে এল এইচটিসির ওয়ান এ৯ ফোনটি। পুরো ফোনটি তৈরি হয়েছে মেটাল দিয়ে এবং এর অ্যান্টেনাটি রয়েছে ফোনের ঠিক পিছন দিকে। ৫" ডিসপ্লে, ৩জিবি র‍্যাম, ৬১৭ ওক্টাকোর প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ব্যক ক্যামেরা এবং ২.০ অ্যাপারচার সহ ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ফোনটিতে। কম আলোতেও খুব ভালো ছবি তোলা যাবে এই ফোন দিয়ে।  

এছাড়াও এতে রয়েছে, ৩২ জিবি ইন্টারনাল মেমরি এবং ২ টিবির মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে ফোনটিতে। এইচটিসির তরফ থেকে জানানও হয়েছে, মাত্র দু সপ্তাহের মধ্যেই ভারতের সমস্ত জায়গাতে পাওয়া যাবে ফোনটিকে।  

.