নিজস্ব প্রতিবেদন: এবার নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Huawei। নতুন স্মার্টফোনটি হল Huawei P40 Pro। কিন্তু কবে লঞ্চ করবে সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা। যদিও মনে করা হচ্ছে চলতি মাসের শেষেই লঞ্চ হতে পারে এই ফোন। এমনকি এ-ও মনে করা হচ্ছে হয়তো একই দিনে লঞ্চ হতে পারে এই ফোনগুলি। Huawei P40, Huawei P40 Lite, Huawei P40 Lite E, Huawei P40 Pro। কিন্তু তার আগেই Geekbench ওয়েবসাইটে ফাঁস হয়ে গেল এই ফোনের স্পেসিফিকেশন।
Huawei P40 Pro স্পেসিফিকেশন:
১) এই ফোনে থাকছে ৮ জিবি RAM ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
২) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম থাকবে।
৩) এই ফোনে ৫৫০০ mAh ব্যাটারি থাকছে। 50W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
৪) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ৫২+৮+৪০+২ মেগাপিক্সল ক্যামেরা থাকছে তাতে আর সামনে থাকছে ৩২ + ২ মেগাপিক্সল ক্যামেরা।
৫) 5G কানেক্টিভিটি থাকছে এই ফোনে।
আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Xiaomi-এর নতুন স্মার্টফওন Redmi K30 pro-এর স্পেসিফিকেশন!
৬) ৬.৭ ইঞ্চি ডিসপ্লে থাকছে এই ফোনে।
৭) এই ফোনের ভিতরে থাকছে Hisilicon kirin 990 চিপসেট।
৮) ডিসপ্লের মধ্যে থাকছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
৯) বিভিন্ন রঙে নিয়ে লঞ্চ হবে এই ফোন।
লঞ্চের আগেই জেনে নিন Huawei P40 Pro-এর স্পেসিফিকেশন