৩০০ টাকারও কমে ৭০ জিবি ডেটা দেবে আইডিয়া
'হোয়াট অ্যান আইডিয়া, স্যার জি'! হ্যাঁ, এই কথাটা বলতেই হচ্ছে। ২৯৭ টাকায় ৭০ জিবি ডেটা, যার বৈধতা থাকবে ৭০ দিন। সঙ্গে প্রতিদিন আইডিয়া থেকে যেকোনো নেটওয়ার্কে ৩০০ মিনিট করে ফ্রি কলের সুবিধা। আর আইডিয়া থেকে আইডিয়ার ক্ষেত্রে ফ্রি কলের সুবিধা থাকছে প্রতিদিন ১২০০ মিনিট করে। জিও 'ধন ধনা ধন' অফারকে টেক্কা দিতে এয়ারটেল নিয়ে এল ২৪৪ টাকায় ৭০ জিবি ডেটার অফার
![৩০০ টাকারও কমে ৭০ জিবি ডেটা দেবে আইডিয়া ৩০০ টাকারও কমে ৭০ জিবি ডেটা দেবে আইডিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/14/83161-idea.jpg)
ওয়েব ডেস্ক: 'হোয়াট অ্যান আইডিয়া, স্যার জি'! হ্যাঁ, এই কথাটা বলতেই হচ্ছে। ২৯৭ টাকায় ৭০ জিবি ডেটা, যার বৈধতা থাকবে ৭০ দিন। সঙ্গে প্রতিদিন আইডিয়া থেকে যেকোনো নেটওয়ার্কে ৩০০ মিনিট করে ফ্রি কলের সুবিধা। আর আইডিয়া থেকে আইডিয়ার ক্ষেত্রে ফ্রি কলের সুবিধা থাকছে প্রতিদিন ১২০০ মিনিট করে। জিও 'ধন ধনা ধন' অফারকে টেক্কা দিতে এয়ারটেল নিয়ে এল ২৪৪ টাকায় ৭০ জিবি ডেটার অফার
জিও'র থেকেও সস্তা আইডিয়া? আইডিয়ার নতুন ডেটা প্ল্যান অন্তত তেমনটাই বলছে। জিও এই সপ্তাহের প্রথম দিকেই বাজারে নিয়ে এসছে 'ধন ধনা ধন' অফার। যেখানে ৩০৩ টাকায় ৩ মাস প্রতিদিন এক জিবি করে ডেটার সুবিধা দিচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স। আর এই জিও'র অফারকে টেক্কা দিতেই আইডিয়া নিয়ে এল নতুন আইডিয়া। জিও'র থেকেও কম টাকায় ৭০ জিবি ডেটা (২৯৭ টাকা) পরিষেবা দেবে আইডিয়া নেটওয়ার্ক।