১,২০০ কোটি টাকার বিনিময়ে মার্কিন কোম্পানি পানায়া অধিগ্রহণের পথে ইনফোসিস
২০০ মিলিয়ন মার্কিন ডলারের ( ১,২০০ কোটি টাকা) বিনিময় মার্কিন অটোমেশন প্রযুক্তি কোম্পানি পানায়া দখল করতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার সার্ভিস ফার্ম ইনফোসিস।
ওয়েব ডেস্ক: ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ( ১,২০০ কোটি টাকা) বিনিময় মার্কিন অটোমেশন প্রযুক্তি কোম্পানি পানায়া দখল করতে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার সার্ভিস ফার্ম ইনফোসিস।
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ইনফোসিস কর্তৃপক্ষ জানিয়েছে তাদের 'রিনিউ অ্যান্ড নিউ' স্ট্র্যাটেজির অন্তর্গত এই অধিগ্রহণ। এর মাধ্যমে স্বয়ংক্রিয়তা, নতুনত্ব ও কৃত্রিম বুদ্ধিমত্তা বৃদ্ধি করে সংস্থার সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধি করাই লক্ষ্য বলে জানিয়েছে ইনফোসিস।
ইনফোসিসের সার্ভিস পুনর্নবীকরণ এবং পার্থক্যকরণের পথে এটাই মূখ্য পদক্ষেপ বলে জানিয়েছেন ইনফোসিসের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর বিশাল সিক্কা।