জিও-র বিরুদ্ধে এবার এই মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ!!!
জিও-র বিরুদ্ধে এবার এই মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ উঠল। জিও নাকি হ্যাকিং করছে! গ্রাহকের অজান্তেই থার্ড পার্টির কাছে বিক্রি করে দিচ্ছে সেই ডেটা। জিওর বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগটি এনেছে হ্যাকার অ্যাক্টিভিস্ট গ্রুপ অ্যানোনিমাস।
ওয়েব ডেস্ক : জিও-র বিরুদ্ধে এবার এই মারাত্মক চাঞ্চল্যকর অভিযোগ উঠল। জিও নাকি হ্যাকিং করছে! গ্রাহকের অজান্তেই থার্ড পার্টির কাছে বিক্রি করে দিচ্ছে সেই ডেটা। জিওর বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগটি এনেছে হ্যাকার অ্যাক্টিভিস্ট গ্রুপ অ্যানোনিমাস।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী অ্যানোনিমাসদের অভিযোগ, জলের দরে ডেটা এই প্রলোভনের আড়ালে লুকিয়ে এক বিশাল ফাঁদ। যে বা যাঁরা সেই ফাঁদে পা দিচ্ছে, তাঁদের ব্যক্তিগত তথ্য বিক্রি হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের অ্যাড মার্কেটে বিক্রি হচ্ছে জিও ব্যবহারকারীদের তথ্য। জিও অ্যাপ, মাই জিও ও জিও ডায়ালার, এর মাধ্যমেই গ্রাহকদের তথ্য পৌঁছে যাচ্ছে ম্যাড-মি নামে এক অ্যাড নেটওয়ার্কে।
যদিও এধরনের সব অভিযোগই অস্বীকার করেছে রিলায়েন্স জিও ইনফোকম।
আরও পড়ুন, ৩০০০ টাকায় ৪জি মোবাইলের সঙ্গে একবছরের ফ্রি ইন্টারনেট!!