বিজয়নের হাত ধরে ভারতে কাজ শুরু প্রথম পুলিস রোবটের

থানায় আসা মানুষদের কাজকর্ম আরও সহজ করে তুলতে এবং দ্রুত পরিষেবা দিতেই ব্যবহার করা হবে এই রোবটদের।

Updated By: Feb 20, 2019, 05:31 PM IST
বিজয়নের হাত ধরে ভারতে কাজ শুরু প্রথম পুলিস রোবটের

নিজস্ব প্রতিবেদন: মানুষের রুজিতে টান পড়বে। তাই কম্পিউটারের বিরোধিতায় একসময় দেশজুড়ে হইচই করেছিল সিপিএম। অথচ সেই রাজনৈতিক দলের হাত ধরে ভারতে পদার্পণ করল প্রথম রোবট পুলিসের।

আরও পড়ুন: বুধবার লঞ্চ হচ্ছে নচ ফ্রি Android স্মার্টফোন Samsung Galaxy S10

মঙ্গলবার থেকে কেরলের ত্রিবান্দাম থানায় কাজও শুরু করে দিয়েছে সেই রোবট। যার নাম কেপি-বোট। মঙ্গলবার এর আনুষ্ঠানিক সূচনা করেন কেরলের মুখ্যমন্ত্রী সিপিএমের পিনারাই বিজয়ন। কেরল পুলিশের দাবি, থানায় থেকে নানারকম কাজকর্মে সাহায্য করবে এই রোবট পুলিস।

থানায় আসা ব্যক্তিদের অভ্যর্থনা করা এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ঘরে বা টেবিলেও পৌঁছে দেওয়ার কাজ করবে এই রোবট পুলিস। বিশেষ ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট করার মতো কাজও করবে এই রোবট।

কিন্তু রোবট পুলিসের আবির্ভাবে চাকরিতে কোপ পড়ার আশঙ্কা করছিলেন অনেকে। কেরল পুলিসের তরফ থেকে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়। আপাতত  কোনও মানুষের রুজিতে ভাগ বসাবে না কেপি-বট।

থানায় আসা মানুষদের কাজকর্ম আরও সহজ করে তুলতে এবং দ্রুত পরিষেবা দিতেই ব্যবহার করা হবে এই রোবটদের। প্রাথমিক পর্যায়ে সাফল্য এলে পাহারা দেওয়ার কাজেও নিয়োগ করা হতে পারে কেপি-বটকে।

আরও পড়ুন: আসছে Zombie মোড! তাই আপডেটের জন্য বন্ধ থাকবে PUBG Mobile সার্ভার!

কেরল পুলিসের এডিজিপি জানান, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের উন্নতির সঙ্গে সঙ্গে তথ্য জোগান, সহায়তা ও নজরদারি চালানোর জন্য রোবটের ব্যবহার প্রাসঙ্গিক হয়ে উঠছে। প্রযুক্তির ব্যবহার করে কেপি-বট মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে।

.