জানেন একাধিক PAN কার্ড থাকার কি শাস্তি হতে পারে?

তাই ভাবছেন নতুন PAN কার্ডের জন্য আবেদন করবেন? সাবধান, এমন মারাত্মক ভুল কখনও করবেন না।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 5, 2020, 06:33 PM IST
জানেন একাধিক PAN কার্ড থাকার কি শাস্তি হতে পারে?

নিজস্ব প্রতিবেদন: PAN কার্ড হারিয়ে গিয়েছে? PAN কার্ড হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার নম্বরও ভুলে গিয়েছেন কি? তাই ভাবছেন নতুন PAN কার্ডের জন্য আবেদন করবেন? সাবধান, এমন মারাত্মক ভুল কখনও করবেন না।

দেশের যে কোনও আয়করদাতার PAN কার্ড থাকাটা বাধ্যতামূলক। তবে তাই বলে কোনও ব্যক্তির একাধিক PAN কার্ড থাকাটা বেআইনি। ভুলে যাবেন না, PAN-এর পুরো কথাটা হল ‘পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর’ (Permanent Account Number)। ভারতের আয়কর আইন অনুযায়ী, কোনও একজন ব্যক্তির ক্ষেত্রে কেবল একটি মাত্র পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা PAN নম্বর থাকতে পারে।

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হল Samsung Galaxy S10 Lite!

যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে, ব্যাঙ্কে লেনদেনের জন্য, ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য PAN কার্ড থাকাটা বাধ্যতামূলক। তবে কোনও ভাবে অজ্ঞতার কারণে এক ব্যক্তির যদি একাধিক PAN নম্বর থাকে তাহলে তা আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যে কোনও কারণেই হোক, কোনও ব্যক্তির কাছে যদি একাধিক প্যান নম্বর থাকে তাহলে আয়কর আইনের (১৯৬১) ২৭২বি অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করা হতে পারে। দোষী প্রমাণিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হতে পারে।

তথ্য সূত্র: ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, খবর অনলাইন।

.