রিলায়েন্স জিও, BSNL, আইডিয়া, এয়ারটেল, ডোকোমোর আনলিমিটেড ফ্রি অফারগুলো জেনে নিন

একটা আনলিমিটেড ফ্রি অফার শেষ হতে না হতেই আরও একটা আনলিমিটেড ফ্রি অফার হাজির করেছে রিলায়েন্স জিও। ওয়েলকাম অফার এখনও শেষ হয়নি। তার আগেই গ্রাহকদের জন্য হাজির করেছে হ্যাপি নিউ ইয়ার অফার নিয়ে। পিছিয়ে নেই অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। তারাও জিওকে টেক্কা দিতে নিয়ে এসেছে নতুন নতুন আনলিমিটেড অফার। বিএসএনএল, আইডিয়া, এয়ারটেল, ডোকোমোর নতুন অফারগুলি জেনে নিন-

Updated By: Dec 18, 2016, 02:28 PM IST
রিলায়েন্স জিও, BSNL, আইডিয়া, এয়ারটেল, ডোকোমোর আনলিমিটেড ফ্রি অফারগুলো জেনে নিন

ওয়েব ডেস্ক: একটা আনলিমিটেড ফ্রি অফার শেষ হতে না হতেই আরও একটা আনলিমিটেড ফ্রি অফার হাজির করেছে রিলায়েন্স জিও। ওয়েলকাম অফার এখনও শেষ হয়নি। তার আগেই গ্রাহকদের জন্য হাজির করেছে হ্যাপি নিউ ইয়ার অফার নিয়ে। পিছিয়ে নেই অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। তারাও জিওকে টেক্কা দিতে নিয়ে এসেছে নতুন নতুন আনলিমিটেড অফার। বিএসএনএল, আইডিয়া, এয়ারটেল, ডোকোমোর নতুন অফারগুলি জেনে নিন-

১) টাটা ডোকোমো ৫ জিবি ২জি বা ৩জি ডেটা সঙ্গে আনলিমিটেড কল দিচ্ছে মাত্র ৩৪৮ টাকায়।

আরও পড়ুন ‘এগলেস চকোলেট কেক’ তৈরির সবথেকে সহজ পদ্ধতিটা শিখে নিন

২) এয়ারটেল এবং আইডিয়ার আনলিমিটেড কল অফার যে কোনও নেটওয়ার্কে সঙ্গে ১ জিবি ৪জি ডেটা মাত্র ৩৪৫ টাকায়।

৩) BSNL-এর ৩৩৯ টাকার প্ল্যানে গ্রাহকেরা পেয়ে যাবেন আনলিমিটেড কলিংয়ের সঙ্গে ১ জিবি ডেটা ফ্রি।

আরও পড়ুন গনেশ এবং কুবের দেবতার এই গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবেন

৪) রিলায়েন্স কমিউনিকেশন আনলিমিটেড কলিং অফার দিচ্ছে মাত্র ১৪৯ টাকায়।

.