ওয়ানাক্রাইয়ের পর ত্রাসের নাম পেটিয়া ভাইরাস

কম্পিউটার খুললেই স্ক্রিনে ভেসে উঠছে মরার খুলি। সঙ্গে মেসেজ, আপনার সিস্টেম হ্যাক করা হয়েছে। হার্ড ডিস্কের যাবতীয় ডেটা ফেরত পেতে হলে বিটকয়েনে দিতে হবে ৩০০ মার্কিন ডলার।

Updated By: Jun 28, 2017, 11:39 AM IST
ওয়ানাক্রাইয়ের পর ত্রাসের নাম পেটিয়া ভাইরাস

ওয়েব ডেস্ক: কম্পিউটার খুললেই স্ক্রিনে ভেসে উঠছে মরার খুলি। সঙ্গে মেসেজ, আপনার সিস্টেম হ্যাক করা হয়েছে। হার্ড ডিস্কের যাবতীয় ডেটা ফেরত পেতে হলে বিটকয়েনে দিতে হবে ৩০০ মার্কিন ডলার।

ওয়ানাক্রাইয়ের পর ফের সাইবার দুনিয়ায় র‍্যানস্যামওয়ারের হানা। পেটিয়া ভাইরাসে আক্রান্ত ইউক্রেন-রাশিয়া, স্পেন, ফ্রান্স, ব্রিটেন সহ পশ্চিম ইউরোপে নানা দেশের অসংখ্য কম্পিউটার। একাধিক দেশে থমকে গেছে ব্যাঙ্কিং পরিষেবা। ব্রিটেন ও রাশিয়ার নানা বহুজাতিক কোম্পানির ভারতীয় শাখাতেও হানা দিয়েছে সাইবার দস্যু। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, ওয়ানাক্রাইয়ের চেয়েও মারাত্মক হতে পারে পেটিয়া-হানা। বড় প্রভাব পড়তে পারে ভারতেও। আপাতত সেই আশঙ্কাতেই দিন কাটাচ্ছে সংশ্লিষ্ট মহল। (আরও পড়ুন- এবার অনলাইনেও পাবেন নোকিয়া থ্রি )

.