ফাঁস হয়ে গেল Moto E5-এর ছবি, জেনে নিন বাড়তি কী আছে নতুন ফোনে

গত বছর ৮,৯৯৯ টাকা মোটো ই ৪ লঞ্চ করেছিল মোটোরোলা। এবছরও ওই দামেই নতুন ভার্সন বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক প্রসেসর। রেডমি নোট ৪-এর সঙ্গে টক্কর হতে পারে মোটো ই ৫ প্লাসের। 

Updated By: Jan 16, 2018, 03:58 PM IST
ফাঁস হয়ে গেল Moto E5-এর ছবি, জেনে নিন বাড়তি কী আছে নতুন ফোনে

ওয়েব ডেস্ক: ফাঁস হয়ে গেল মোটোরোলা মোটো ই ৫-এর ছবি। চলতি বছর জুলাইয়ে লঞ্চ হতে পারে এই ফোন। 

গত বছর জুলাইয়ে লঞ্চ হয়েছিল মোটো ই ৪ ও মোটো ই ৪ প্লাস। তাই এবারও সেই সময়েই মোটো ই-র নতুন ভার্সন আসার সম্ভাবনা প্রবল। তার প্রায় ৫ মাস আগে নতুন ফোনের স্পষ্ট ছবি ফাঁস করে দিল MySmartPrice. 

আরও পড়ুন - মাধ্যমিক পাশ করলেই ক্রেতা সুরক্ষা দফতরে চাকরি, এখুনি করুন আবেদন

নতুন মোটোরোলা ই ৫-এর সোনালি রঙের ভার্সনের ছবি প্রকাশিত হয়েছে। ফোনটি ধাতু বা প্লাস্টিকের তৈরি হতে পারে। তবে ছবি দেখে তা নির্দিষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। সামনে রয়েছে বিশাল স্ক্রিন। এই প্রথম গোলাকার কোণ বিশিষ্ট কোনও ফোন আনতে চলেছে মোটোরোলা। 

ফোনের পিছনে রয়েছে ক্যামেরা। তার নীচে এলইডি ফ্ল্যাস। ফ্ল্যাসের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তার ওপর রয়েছে মোটোর ব্যাজ। 

গত বছর ৮,৯৯৯ টাকা মোটো ই ৪ লঞ্চ করেছিল মোটোরোলা। এবছরও ওই দামেই নতুন ভার্সন বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ফোনটিতে থাকতে পারে মিডিয়াটেক প্রসেসর। রেডমি নোট ৪-এর সঙ্গে টক্কর হতে পারে মোটো ই ৫ প্লাসের। 

 

.