আসছে জিওয়ামি Mi 5
আরও এক ধামাকা। জিওয়ামি নোট থ্রি, জিওয়ামি নোট ফোরের আকাশছোঁয়া সাফল্যের পর এবার বাজারে আসতে চলেছে জিওয়ামি এম আই ফাইভ (Mi 5)। চিনে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে আগামী মাসেই। আর চিনের বাজারে সুখ্যাতি অর্জনের পরই ভারতে আসবে 'চাইনিজ অ্যাপেল' জিওয়ামি'র এম আই ফাইভ। গত বছর থেকেই এই অত্যাধুনিক স্মার্টফোন নিয়ে আলোচনা চলছিল, এবার জিওয়ামি'র এই আপ কামিং মডেল আলোড়ন সৃষ্টি করার জন্য তৈরি। আরও পড়ুন- ২ লাখ ৫০ হাজার স্মার্টফোন বিক্রি হল মাত্র ১০ মিনিটে
ওয়েব ডেস্ক: আরও এক ধামাকা। জিওয়ামি নোট থ্রি, জিওয়ামি নোট ফোরের আকাশছোঁয়া সাফল্যের পর এবার বাজারে আসতে চলেছে জিওয়ামি এম আই ফাইভ (Mi 5)। চিনে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে আগামী মাসেই। আর চিনের বাজারে সুখ্যাতি অর্জনের পরই ভারতে আসবে 'চাইনিজ অ্যাপেল' জিওয়ামি'র এম আই ফাইভ। গত বছর থেকেই এই অত্যাধুনিক স্মার্টফোন নিয়ে আলোচনা চলছিল, এবার জিওয়ামি'র এই আপ কামিং মডেল আলোড়ন সৃষ্টি করার জন্য তৈরি। আরও পড়ুন- ২ লাখ ৫০ হাজার স্মার্টফোন বিক্রি হল মাত্র ১০ মিনিটে
৫.৫ ইঞ্চের স্মার্টফোন পুরোটাই মোড়া থাকবে ২.৫ডি কার্ভড গ্লাসে। ৩ জিবি RAM, ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ সহ ডুয়াল ক্যামেরা থাকবে জিওয়ামি Mi 5 স্মার্টফোনে, যার ব্যাক ক্যামেরা ১২ মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। জিওয়ামি'র নিজস্ব পাইনকোন প্রসেসর সহ অ্যান্ড্রয়েড মার্শম্যালো থাকবে এই অত্যাধুনিক স্মার্টফোনে।