ইন্টারনেট এক্সপ্লোরারের শেষকৃত্য করে মাইক্রোসফট নিয়ে আসছে নতুন ব্রাউজার!

বাজারে আসতে চলেছে উইনডোজ ১০। কিন্তু তার আগেই 'বিদায়' নেবে ইন্টারনেট এক্সপ্লোরার! আরও নির্দিষ্ট করে বললে, উইনডোজ ১০ কি ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে নতুন ব্রাউজার আনতে চলেছে?

Updated By: Dec 30, 2014, 08:08 PM IST
ইন্টারনেট এক্সপ্লোরারের শেষকৃত্য করে মাইক্রোসফট নিয়ে আসছে নতুন ব্রাউজার!

ওয়েব ডেস্ক: বাজারে আসতে চলেছে উইনডোজ ১০। কিন্তু তার আগেই 'বিদায়' নেবে ইন্টারনেট এক্সপ্লোরার! আরও নির্দিষ্ট করে বললে, উইনডোজ ১০ কি ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে নতুন ব্রাউজার আনতে চলেছে?

জেডনেটের খবর অনুযায়ী মাইক্রোসফট তৈরি করছে সম্পূর্ণ নতুন ব্রাউজার। তার নাম ঠিক করা হয়েছে "স্পার্টান"। ইন্টারনেট এক্সপ্লোরার থেকে সম্পূর্ন আলাদা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে উইনডোজ ১০ প্রিভিউতে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার রয়েছে। ভবিষ্যতে পরিবর্তন করা হবে বলে মনে করা হচ্ছে।

 

.