ফটো শেয়ারিংয়ের জন্যে নতুন অ্যাপ 'মোমেন্টস' তৈরি করল ফেসবুক
মন ভরছে না ফেসবুকের। পৃথিবীর বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতে ইউসাররা যথেষ্ট ফটো শেয়ার করছেন না। তাই এবার ফটো শেয়ারিংয়ের জন্য নয়া অ্যাপ তৈরি করে ফেলল ফেসবুক। এই অ্যাপ পোস্টের উপযোগী ছবি খুঁজতে সাহায্য করবে।
ওয়েব ডেস্ক: মন ভরছে না ফেসবুকের। পৃথিবীর বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মতে ইউসাররা যথেষ্ট ফটো শেয়ার করছেন না। তাই এবার ফটো শেয়ারিংয়ের জন্য নয়া অ্যাপ তৈরি করে ফেলল ফেসবুক। এই অ্যাপ পোস্টের উপযোগী ছবি খুঁজতে সাহায্য করবে।
মোমেন্টস নামের এই অ্যাপ একবার ইনস্টল করলে এটি স্মার্টফোনের ক্যামেরা রোলের সঙ্গে কাজ করতে শুরু করে দেবে। ফেসবুকের ফেসিয়াল রিকগনিশন সফটওয়ারের মাধ্যমে ফেসবুক ফ্রেন্ডদের যে সমস্ত ছবি এটি রিকোগনাইজ করে ছবি গ্র্যাব করতে পারে।
সোমবার থেকে iOS এবং Android ব্যাবহারকারিরা এই মোমেন্টস অ্যাপ ব্যবহার করতে পারবেন।