অবিশ্বাস্য দামে ৪ জিবি RAM, ওয়াটারড্রপ নচ! আজ বিক্রি শুরু Moto E6s-এর

এক নজরে দেখে নিন Moto E6s-এর স্পেসিফিকেশন ও দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Sep 23, 2019, 11:00 AM IST
অবিশ্বাস্য দামে ৪ জিবি RAM, ওয়াটারড্রপ নচ! আজ বিক্রি শুরু Moto E6s-এর

নিজস্ব প্রতিবেদন: সোমবার ভারতের বাজারে এল Motorola-এর নতুন ফোন Moto E6s-এর। সপ্তাই দুয়েক আগেই বার্লিনে আইএফএ ২০১৯ প্রযুক্তি সম্মেলনে প্রথম আত্মপ্রকাশ করে Moto E6 Plus। সেই ফোনেরই নাম বদলে Moto E6s রেখে তা ভারতের বাজারে আনছে সংস্থা।

আগের তুলনায় গত কয়েক বছরে যেন কিছুটা হলেও ফিকে হয়েছে Motorola-এর জৌলুস। বাজারে একের পর এক চিনা সংস্থার প্রবেশে যেন কিঞ্চিত কোনঠাসা সংস্থা। তবে, বাজেট স্মার্টফোনের বাজারে Moto E6s Motorola-এর তুরুপের তাস হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক নজরে দেখে নিন Moto E6s-এর স্পেসিফিকেশন ও দাম...

Moto E6s-এর স্পেসিফিকেশন ও দাম:

১) ৬.১ ইঞ্চি ইউ-নচ এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮০%-এর চেয়েও বেশি। থাকছে ওয়াটার ড্রপ নচ।

২) ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। কার্ডের সাহায্যে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। প্রসেসর  MediaTek Helio P22।

৩) Android 9 Pie অপারেটিং সিস্টেম থাকছে।

আরও পড়ুন: ব্যবহারকারীদের স্বাচ্ছন্দের জন্য নতুন ফিচার আনল Whatsapp

৪) ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) ৩,০০০ mAh ব্যাটারি থাকছে Moto E6s-এ।

৭) সোমবার দুপুর ১২টা থেকে বিক্রি শুরু Moto E6s-এর। দাম ৭,৯৯৯ টাকা। কেবলমাত্র ফ্লিপকার্টে কেনা যাবে এই স্মার্টফোন।

.