টাকের ওষুধ আবিষ্কার হয়েছে, শুধু পরীক্ষা বাকি মানুষের উপর

পুরুষদের সব থেকে চিন্তার বিষয় কী? আপনি হয়তো ভাবছেন, রোজগার। কিংবা তাঁর নারী সঙ্গী। কিন্তু আসল সত্যিটা হল, পুরুষের মাথার ঠিক থাকে না, য়খন তাঁর মাথার চুল ওঠা শুরু করে। আর টাক পড়ে গেলে তো কথাই নেই।

Updated By: Oct 26, 2015, 04:21 PM IST
টাকের ওষুধ আবিষ্কার হয়েছে, শুধু পরীক্ষা বাকি মানুষের উপর

ওয়েব ডেস্ক: পুরুষদের সব থেকে চিন্তার বিষয় কী? আপনি হয়তো ভাবছেন, রোজগার। কিংবা তাঁর নারী সঙ্গী। কিন্তু আসল সত্যিটা হল, পুরুষের মাথার ঠিক থাকে না, য়খন তাঁর মাথার চুল ওঠা শুরু করে। আর টাক পড়ে গেলে তো কথাই নেই।
তবে, টাকের চিন্তা এবার সত্যিই দূর হওয়ার সময় এসেছে। কারণ, আমেরিকার বিজ্ঞানীরা সম্ভবত টাকের সমস্যা দূর করার অর্থাত্‍ চুল ওঠার সমস্যার ওষুধ আবিষ্কার করে ফেলেছেন।
যদিও সবকিছু এখনও ঠিক হয়নি। আপাতত ইদুর এবং খরগোসের উপরেই পরীক্ষা করা হয়েছে এই ওষুধ। দেখা গিয়েছে, ওই ওষুধ চামড়ায় লাগালে, দিব্যি চুল উঠছে। কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষক অ্যাঞ্জেলো এম ক্রিস্টিয়ানো বলেছেন, ''এবার আমরা মানুষের উপর এই ওষুধের পরীক্ষা করব। আমরা আশায় আছি, টাকের সমস্যা খুব অচিরেই দূর হবে।''
কিন্তু সেই ওষুধ সত্যিই আবিষ্কার হয়ে গেলে, তার দাম কেমন হবে, এই বিষয়ে এখনই কিছু বলা হয়নি।

.