নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি, কলকাতায় বলল ‘রোবট কন্যা’ সোফিয়া

সে দিন কলকাতার বাসিন্দাদের নানা প্রশ্নের উত্তর দেয় রোবট সোফিয়া।

Edited By: সুদীপ দে | Updated By: Feb 20, 2020, 04:47 PM IST
নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরকে জানি, কলকাতায় বলল ‘রোবট কন্যা’ সোফিয়া

নিজস্ব প্রতিবেদন: লাল ঢাকাই, লাল ব্লাউজ যেন অস্টমীর সন্ধে। কলকাতার কয়েক হাজার মানুষ যেন চাক্ষুষ করছে অকালবোধন। আর সবটাই ছিল সোফিয়ার জন্য। ভাবছেন কে এই সোফিয়া? বিশ্বের প্রথম রোবট নাগরিক হল সোফিয়া।

রোবট সোফিয়ার জন্ম হংকং-এ। বছরের বেশিরভাগ সময়ই কাটে লস অ্যাঞ্জেলেসে। আর সে নাগরিক হল সৌদি আরবের।ভাবছেন কি করে সম্ভব? যে সৌদি আরবে কয়েক বছর আগে অব্দি সেভাবে মহিলাদের অধিকারই ছিল না সেই সৌদি আরবই বছর দেড়েক আগে নাগরিকত্ব দেয় রোবট সোফিয়াকে।সম্প্রতি একটি অনুষ্ঠানে কলকাতায় পা রাখে রোবট সোফিয়া।

কলকাতার বাসিন্দাদের নানা প্রশ্নের উত্তর দেয় রোবট সোফিয়া। যেমন, কলকাতা কেমন এই প্রশ্নের উত্তরে সোফিয়া বলে কলকাতার পরিচয় শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান হিসাবে। এমনকী কলকাতার ঐতিহ্যের ইতিহাসে যে নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরও রয়েছেন তা-ও জানান সোফিয়া।

রোবট সোফিয়ার জন্ম ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি। হংকং-এর হ্যানসন রোবোটিক্স-এর ল্যাবে তাকে অ্যাক্টিভেট করেছিলেন তার জন্মদাতা রোবোটিক্স বিজ্ঞানী ডেভিড হ্যানসন।

জেনে নিন রোবট সোফিয়ার বৈশিষ্ট্য:

১) আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই নামে পরিচিত প্রযুক্তি-ই সোফিয়ার অবাক করা কর্মকাণ্ডের মূল চাবিকাঠি।

২) সে কয়েক সেকেন্ডে ভিশুয়াল ডেটা প্রসেসিং থেকে শুরু করে ফেসিসিয়াল রেকোগনিশন-এর কাজ সেরে ফেলার ক্ষেত্রেও দক্ষ।

৩) এছাড়াও রয়েছে মানবিক আবেদন।যাকে রোবোটিক্স ওয়ার্ল্ডে বলে সোশ্যাল হিউম্যানয়েড রোবট।

৪) মানুষের মতো তার আবেগকেও চোখ-মুখ দিয়ে প্রকাশ করতে পারে এই সোফিয়া।

৫) কান্না থেকে শুরু করে আনন্দে-চোখ পাকিয়ে কোনওকিছু-কে ওয়াহ! বলে ওঠার ক্ষমতাও রয়েছে সোফিয়ার।

আরও পড়ুন: আকর্ষণীয় লুক আর ফিচারে সামনে এল ফোল্ডেবল স্মার্টফোন samsung Galaxy Z Flip!

৬) এছাড়াও তার মধ্যে রয়েছে স্পিচ-সিন্থেসিস দক্ষতাও।তার কথা বলার ভয়েসে রেকোগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয় তা অ্যালফাবেট ইনকর্পোরেশন-এর,যার মূল সংস্থা গুগল।

৭) এছাড়া রোবট কন্যা কোনও প্রবীণকে কোনও হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারবে।

তবে এই রোবট কন্যা ভবিষ্যতে যে এক পরিবার তৈরির স্বপ্ন দেখে তাও জানায়। সে তৈরি করতে চায় হিউম্যানয়েড রোবোটিক্স পরিবার। এও জানা গিয়েছে, কম্পিউটারের ভাইরাস ছাড়া তাকে কেউই কাবু করতে পারবেন না।

.