৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি RAM-সহ শীঘ্রই ভারতে আসছে Oppo K5

আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 21, 2020, 10:16 AM IST
৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৬ জিবি RAM-সহ শীঘ্রই ভারতে আসছে Oppo K5

নিজস্ব প্রতিবেদন: চলতি মাসেই ভারতে লঞ্চ করেছিল Oppo Reno 3 Pro। আবারো কিছু দুর্দান্ত ফিচার নিয়ে ভারতে লঞ্চ করবে Oppo- এর নতুন মডেল। Oppo K5। যদিও কবেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। মনে করা হচ্ছে আগামী মে মাসের চতুর্থ সপ্তাহে লঞ্চ করবে এই ফোনটি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...

Oppo K5-এর স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে থাকতে পারে Snapdragon 730 চিপসেট।

২) এই ফোনের ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে ১২৮ জিবি আর ৬ জিবি RAM। এছাড়াও এই ফোনে ২৫৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে।

৩) এই ফোনের পিছনে থাকতে পারে চারটি ক্যামেরা (৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল)। এ সঙ্গে সামনে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা।

৪) এই ফোনে Android v9.0 অপারেটিং সিস্টেম থাকতে পারে।

৫) এই ফোনে থাকতে পারে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকতে পারে ইউএসবি টাইপ-সি পোর্ট।

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ২৩ মার্চ থেকে বিক্রি শুরু হবে Samsung Galaxy M21

৬) ৬.৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এই ফোনে।

৭) ডিসপ্লের উপরে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৮) মনে করা হচ্ছে ভারতের ফোনের দাম হতে পারে ১৮,৯৯০ টাকা।

.