ফোন আসছে এই নম্বর থেকে? Airtel গ্রাহকদের সাবধান করল কলকাতা পুলিস
এখনই ব্লক করে দিন এই ফোন নম্বর।
নিজস্ব প্রতিবেদন: ফোন আসছে বার বার। একজনের কাছে নয়, বহু জনের কাছেই আসছে একই নম্বর থেকে ফোন। মূলত, এয়ারটেল গ্রাহকদের কাছেই এই ফোন আসছে বলে জানা গিয়েছে। ফোন করে বলা হচ্ছে, এয়ারটেল (Airtel) গ্রাহকদের কেওয়াইসি (KYC) জমা দিতে হবে। যার জন্য জানতে চাওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য।
এয়ারটেল গ্রাহকদের সতর্ক করল কলকাতা পুলিস (Kolkata Police)। কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (ক্রাইম)- এর পক্ষ থেকে টুইট করে বলা হয়, নতুন ধরনের জালিয়াতি চক্র শুরু হয়েছে। লালবাজারের তরফে সতর্ক থাকার কথা বলা হয়েছে। যদি জালিয়াতিদের ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে ইতিমধ্যে জালিয়াতি দমন বিষয়ক সেলের হেল্প লাইন নম্বরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
Alert!
A new type of forgery is being attempted in the name of Airtel KYC. Stay alert and report all such phone numbers to Anti-Bank Fraud Helpline 8585063104 pic.twitter.com/UezBIOUN9i— Jt CP Crime, Kolkata (@KPDetectiveDept) January 17, 2021
ফোন নম্বরটি হল -৮৫৮৫০৬৩১০৪ (8585063104)
এখনই ব্লক করে দিন ফোন নম্বর। বছরখানেক আগে ATM লুঠ হওয়ার সময় চিন্তায় দিন কাটছিল কলকাতাবাসীদের। তদন্তে নেমে জানা গিয়েছিল, বিদেশি সাইবার হ্যাকারদের হানায় ঘটছে এই ঘটনা। সেই সময়ের মত এই জালিয়াতি বন্ধ করতে পেড়েছিল লালবাজার। এখন এই কেওয়াইসি (KYC) জালিয়াতি নির্মূল করতে মাঠে নেমেছে কলকাতা পুলিস।