আকর্ষণীয় ডিজাইন, দুর্দান্ত ফিচার-সহ ভারতে এল EPluto 7G ই-স্কুটার

আসুন জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে…

Edited By: সুদীপ দে | Updated By: Feb 23, 2020, 01:18 PM IST
আকর্ষণীয় ডিজাইন, দুর্দান্ত ফিচার-সহ ভারতে এল EPluto 7G ই-স্কুটার

নিজস্ব প্রতিবেদন: বাজারচলতি অনান্য সংস্থাকে তাক লাগাতে নতুন চমক নিয়ে এল pure ev নামক একটি মোটর গাড়ি নির্মাণ সংস্থা। হায়দ্রাবাদের এই সংস্থাটি বাজারে এনেছে এমন এক ইলেকট্রিক স্কুটার যেটিতে একবার চার্জ দিলে চলবে ১১৬ কিলোমিটার পর্যন্ত। চলতি মাসেই এই সংস্থা লঞ্চ করে E Pluto 7G নামক একটি স্কুটার। আসুন জেনে নেওয়া যাক এর স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে…

E Pluto 7G-এর স্পেসিফিকেশন আর দাম:

১) E Pluto 7G-এর গতিবেগ, ঘন্টায় ৪০-৬০ কিলোমিটার।

২) মোটর পাওয়ার থাকছে ১,৮০০ ওয়াট।

৩) ব্রাশলেস হাব মোটর ব্য়বহার করা হয়েছে এতে।

আরও পড়ুন: লটারিতে টাকা জিততে চান? মেনে চলুন এই নিয়মগুলি

৪) টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে।

৫) একবার চার্জ দিতে খরচ পড়বে ১৭ টাকা ৬) E Pluto 7G কিনতে খরচা হবে ৭১,৯৯৯ টাকা।

.