ওয়েব ডেস্ক: আরও ছড়িয়ে পড়ছে জিও। এয়ারটেল, ভোডাফোন, আইডিয়াকে কার্যত প্রতিযোগিতা থেকে ছিটকে দিয়েই শীর্ষস্থানে উঠে আসছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। চলতি বছরের মে মাসের হিসেব অনুযায়ী রিলায়েন্স জিও'র গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় ৫০ লক্ষ, মিলিয়নের হিসাবে ৪.৭৮। যা এয়ারটেলের বৃদ্ধির তুলনায় দ্বিগুণেরও বেশি। মে মাসের রিপোর্ট অনুযায়ী দেশের সবথেকে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারতী এয়ারটেলের গ্রাহক সংখ্যা বেড়েছে ২০ লাখের একটু বেশি,  মিলিয়নের হিসাবে ২.০৯। তুলনায় ধারের কাছেই ঘেঁসতে পারেনি ভোডাফোন এবং আইডিয়া। মে মাসে ভোডাফোনের গ্রাহক সংখ্যা বেড়েছে ১০ লাখের সামান্য কিছু বেশি, মিলিয়নের হিসাবে যা ১.১৩। আইডিয়া এই দৌড়ে সবথেকে পিছনের সারিতে, মাত্র ০.১৩ গ্রাহক সংখ্যা বাড়াতে সক্ষম হয়েছে তারা। ১লা জানুয়ারি'১৮ থেকে মোবাইলে বাধ্যতামূলক GPS 

টেলিকম অথরিটি অব ইন্ডিয়ার রিপোর্ট বলছে, রিলায়েন্স জিও মে মাসে নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে পারলেও সামগ্রিক ভাবে এখনও এগিয়ে আছে এয়ারটেলই। ভারতী এয়ারটেলই এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় নেটওয়ার্ক। ভারতের মোট ২৭.৮ কোটি টেলিকম নেটওয়ার্ক ব্যবহারকারীর মধ্যে ২৩.৫৯ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে এয়রাটেলের কাছেই। সেখানে জিও এখনও পর্যন্ত ৯.৯৪  শতাংশ মার্কেট শেয়ারই নিজেদের অধীনে করতে পেরেছে। 

English Title: 
Reliance Jio adds 4.78 million subscribers in May: TRAI
News Source: 
Home Title: 

প্রায় ৫০ লাখ গ্রাহক বাড়ল জিও'র

প্রায় ৫০ লাখ গ্রাহক বাড়ল জিও'র
Yes
Is Blog?: 
No