জানেন কী কী ফিচার্স থাকছে রিলায়েন্স জিও-র ৫০০ টাকার ফোনে?
খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে রিলায়েন্স জিও –র ৫০০ টাকার ফিচার ফোন । যাতে আপনি ৪জি ব্যবহার করতে পারবেন। এত কম দামে ৪জি ফোনের খবরে খুশি ব্যবহারকারীরা। কী কী ফিচার্স থাকবে সেই ফোনে?
![জানেন কী কী ফিচার্স থাকছে রিলায়েন্স জিও-র ৫০০ টাকার ফোনে? জানেন কী কী ফিচার্স থাকছে রিলায়েন্স জিও-র ৫০০ টাকার ফোনে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/11/89024-jio1-11-7-17.jpg)
ওয়েব ডেস্ক: খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে রিলায়েন্স জিও –র ৫০০ টাকার ফিচার ফোন । যাতে আপনি ৪জি ব্যবহার করতে পারবেন। এত কম দামে ৪জি ফোনের খবরে খুশি ব্যবহারকারীরা। কী কী ফিচার্স থাকবে সেই ফোনে?
শোনা যাচ্ছে এই বছর আগস্ট মাসেই হাতে হাতে চলে আসবে রিলায়েন্স জিও –র ৫০০ টাকার ফিচার ফোন । প্রথম ভাগে ১০ লক্ষ ফিচার ফোন লঞ্চ হবে।
১) লাইফ ব্র্যান্ডের অন্তর্গত হয়ে রিলায়েন্স জিও -র ফোনটি বাজারে আসতে চলেছে।
২) রিলায়েন্স জিও এবং রিলায়েন্স রিটেল স্টোরগুলিতে ফোনটি পাওয়া যাবে।
৩) খুব সম্ভাবত ফোনটিতে 512 MB RAM এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে চলেছে।
৪) আশা করা হচ্ছে ফোনটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরাও থাকবে।
৫) 4G VoLT ফিচার ফোনটিতে ওয়াইফাই ও থাকবে।