১০০ জিবি ডেটা! গ্রাহকদের জন্য নতুন পরিষেবা রিলায়েন্স জিও-র
Updated By: Aug 11, 2017, 04:28 PM IST
![১০০ জিবি ডেটা! গ্রাহকদের জন্য নতুন পরিষেবা রিলায়েন্স জিও-র ১০০ জিবি ডেটা! গ্রাহকদের জন্য নতুন পরিষেবা রিলায়েন্স জিও-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/11/90447-jio-11-8-17.jpg)
ওয়েব ডেস্ক: এত পরিমানে ডেটা অফার পেয়ে রিলায়েন্স জিও গ্রাহকেরা এমনিতেই বেশ খুশি। ডেটা অফার নিয়ে জিও গ্রাহকদের মধ্যে কোনওদিনই কোনও অভিযোগ ছিল না। অভিযোগ যদি কিছু থেকে থাকে, তা জিও-র নেটওয়ার্ক নিয়ে। এতদিনে তাও বেশ কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে। একের পর এক অসাধারণ সমস্ত অফার নিয়ে এসে হাজির হচ্ছে জিও । আবার আসতে চলেছে নতুন অফার ।
সম্প্রতি রিলায়েন্স জিও কর্ণধার মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি টুইট করে নতুন অফারের কথা জানান। আসছে জিও ফাইবার। আসন্ন দীপাবলিতে রিলায়েন্স জিও হোম ব্রডব্যান্ড সার্ভিস নিয়ে আসতে চলেছে। তাতে ১০০ জিবি ডেটা পাওয়া যাবে ৫০০ টাকায়।