সবচেয়ে কম দামে রিলায়েন্সের 4G স্মার্ট ফোন
লঞ্চ করল রিলায়েন্সের নতুন 4G স্মার্ট ফোন। একটা নয়, একসঙ্গে দুটি ফোন লঞ্চ করল এই মোবাইল কোম্পানি। তবে 4G হলেও এর দাম শুনলে চমকে উঠতে হবে, এতটাই কম।
ওয়েব ডেস্ক: লঞ্চ করল রিলায়েন্সের নতুন 4G স্মার্ট ফোন। একটা নয়, একসঙ্গে দুটি ফোন লঞ্চ করল এই মোবাইল কোম্পানি। তবে 4G হলেও এর দাম শুনলে চমকে উঠতে হবে, এতটাই কম।
লাইফ ফ্লেম ১- রিলায়েন্সের প্রথম 4G স্মার্ট ফোন এটিই। এবার দেখে নেওয়া যাক এর ফিচার্সগুলি।
১) ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। এইচডি রেসলিউশন
২) অ্যান্ড্রয়েড ললিপপ।
৩) ১৩ মেগাপিক্সেল ক্যামেরা।
৪) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৫) ৩২ GB ইনবিল্ট স্টোরেজ। ৬৪ GB পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ।
৬) ১ GB RAM।
৭) ১.১ গিগাহার্জ প্রসেসর।
৮) অবশ্যই 4G সাপোর্ট
৯) দাম ৬হাজার ৪৯০ টাকা।
১০) ডুয়েল সিম।
লাইফ উইন্ড ৬- ৭ হাজার টাকার মধ্যে রিলায়েন্সের দ্বিতীয় 4G সাপোর্টের ফোন এটিই। এর ফিচার্সগুলি দেখে নেওয়া যাক।
১) ৫ ইঞ্চি ডিসপ্লে।
২) ১.১ গিগাহার্জ প্রসেসর।
৩) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৪) 8GB মেমোরি স্টোরেজ।
৫) ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
৬) 1GB RAM।
৭) ডুয়েল সিম।
৮) 4G সাপোর্ট।
৯) দাম ৭হাজার ৯০ টাকা।
১০) ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ।