Galaxy S6 ও Galaxy S6 edge আনছে স্যামসাং

খুব তাড়াতা়ডি নতুন স্মার্টফোন গ্যালাক্সি এসসিক্স(Galaxy S6) ও গ্যালাক্সি এসসিক্স(Galaxy S6 edge) আনছে স্যামসাং। রবিবার স্যামসাংয়ের তরফে এই ঘোষণা করা হয়। একেবারে নতুন ডিজাইন, নতুন ফিচার নিয়ে এই ফোন বাজারে আনছে স্যামসাং।

Updated By: Mar 2, 2015, 01:15 PM IST
Galaxy S6 ও Galaxy S6 edge আনছে স্যামসাং

ওয়েব ডেস্ক: খুব তাড়াতা়ডি নতুন স্মার্টফোন গ্যালাক্সি এসসিক্স(Galaxy S6) ও গ্যালাক্সি এসসিক্স(Galaxy S6 edge) আনছে স্যামসাং। রবিবার স্যামসাংয়ের তরফে এই ঘোষণা করা হয়। একেবারে নতুন ডিজাইন, নতুন ফিচার নিয়ে এই ফোন বাজারে আনছে স্যামসাং।

দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে।

বিউটি মিটস পারপাস

ধাতু ও কাচের মিশেলে তৈরি ফোনে সুন্দর ডিজাইনের সঙ্গে রয়েছে অত্যাধুনিক ফিচারও। Galaxy S6 edge ফোনে গোরিলা গ্লাসের ওপর রয়েছে দামি পাথর, সাদা মুক্তো, কালো স্যাফায়ার, সোনালি প্ল্যাটিনাম, নীল টোপাজ ও সবুজ পান্নার ডিজাইন।

ক্যামেরা, ফ্লাশ

ব্রাইট, ফাস্ট ফ্রন্ট ক্যামেরায় রয়েছে F1.9 লেন্স ও হাই রেজলিউশন সেন্সর।
রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল।

সুপার চার্জিং ও কর্ড ফ্রি

WPC ও PMA সার্টিফায়েড ওয়্যারলেস চার্জিং টেকনোলজি।
মাত্র ১০ মিনিটের চার্জে ফোন চলবে ৪ ঘণ্টা পর্যন্ত।

কাটিং এজ কোর টেকনোলজি

৬.৮ মিমি/৭.০ মিমি পাতলা এজ ১৩৮ গ্রাম/১৩২ গ্রাম হালকা ওজন।
বিশ্বের প্রথম ১৪এনএম মোবাইল প্রসেসর ও ৬৪-বিট প্ল্যাটফর্ম।
LPDDR4 মেমোরি সিস্টেম ও UFS 2.0 ফ্লাশ মেমোরি
বিশ্বের প্রথম ১৪৪০পি/ভিপি৯ হার্ডওয়্যার বেসড কোডেক
৫.১ ইঞ্চি কোয়াড এইচডি সুপার AMOLED স্ক্রিন
৫৭৭পিপিআই পর্যন্ত পিক্সেল ডেনসিটি

এছাড়াও রয়েছে বাড়তি নিরাপত্তা ও পেমেন্টের বাড়তি সুবিধা। স্যামসাং KNOX, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের সুবিধা। স্যাংস্যাং পে-এই নতুন মোবাইল পেমেন্ট পরিষেবার সাহায্যে পাওয়া যাবে বিশেষ পেমেন্ট সুবিধাও।
আগামী ১০ এপ্রিল, ২০১৫ সারা বিশ্বে ৩২/৬৪/১২৮ জিবি স্টোরেজে সাদা মুক্তো, কালো স্যাফায়ার, সোনালি প্ল্যাটিনাম, নীল টোপাজ(Galaxy S6 শুধু) ও সবুজ পান্না(শুধু Galaxy S6 edge) পাওয়া যাবে।

Galaxy S6 ও Galaxy S6 edge ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি তিনটি স্টোরেজে পাওয়া যাবে। সরকারিভাবে দাম প্রকাশ করার আগেই ইয়াহু ওয়েবসাইটে প্রকাশ হয় স্যামসং গ্যালাক্সি এস সিক্সের মূল্য তালিকা।

    32GB Galaxy S6 — €699
    64GB Galaxy S6 — €799
    128GB Galaxy S6 — €899
    32GB Galaxy S6 edge — €849
    64GB Galaxy S6 edge — €949
    128GB Galaxy S6 edge — €1,049

 

 

.