সেরা সেলফি তুলতে ডাউনলোড করুন অ্যাপ Bestie

সেলফিতো রোজই তোলেন। তবে সেলফি কি আর মনের মতো হয়? সেলফিতে নিজের লুক পেতে ডাউনলোড করুন বিশেষ অ্যাপ বেস্টি(Bestie)। সেলফ পোর্ট্রেটের জন্য মোট ২২টি মুড ফিলটার রয়েছে এই অ্যাপে।

Updated By: Aug 6, 2015, 10:13 PM IST
সেরা সেলফি তুলতে ডাউনলোড করুন অ্যাপ Bestie

ওয়েব ডেস্ক: সেলফিতো রোজই তোলেন। তবে সেলফি কি আর মনের মতো হয়? সেলফিতে নিজের লুক পেতে ডাউনলোড করুন বিশেষ অ্যাপ বেস্টি(Bestie)। সেলফ পোর্ট্রেটের জন্য মোট ২২টি মুড ফিলটার রয়েছে এই অ্যাপে।

মূলত মহিলাদের কথা মাথায় রেখে তৈরি এই অ্যাপে রয়েছে ২৬টি মুডের একটি ট্যাপ ফিলটার। প্রতিটির নামও দেওয়া হয়েছে বিভিন্ন মহিলার নামে। অটো নয়েজ রিডাকশন ফাংশনের সাহায্যে সেলফি তোলা দেখাবে কম আলোয় তোলা ছবির মতো। ভিগনেট বা ব্লার এফেক্টের সাহায্যে বদলানো যাবে সেলফির ফোকাস। অ্যাপ ব্যবহার করে তুলতে পারবেব ছবি, আবার গ্যালারি থেকে ছবি টেনে এনে অ্যাপের সাহায্যে এডিটও করতে পারবেন।

স্লাইডার বারে রয়েছে স্কিন স্মুদনেস, অ্যাকনে কন্ট্রোল, ফেস স্লিমিং, আই এনলার্জমেন্ট, নোজ স্লিমিংয়ের মতো অপশনও। আইওএস ও অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মেই ডাউনলোড করা যাবে এই সেলফি।

 

.