লঞ্চের আগেই ফাঁস হল Redmi 9-এর স্পেসিফিকেশন!
দেখে নিন Redmi 9-এর স্পেসিফিকেশন...
নিজস্ব প্রতিবেদন: চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা Xiaomi-এর পরবর্তী স্মার্টফোন Redmi 9 লঞ্চ হতে এখনও ঢেড় দেরি আছে। কারণ, ২০২০ সালের মার্চ মাসের আগে এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। তার আগেই জানা গেল Redmi 9-এর স্পেসিফিকেশন।
সম্প্রতি 91Mobiles পোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, Redmi 9-এ থাকবে MediaTek G70 চিপসেট। জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে অন্তত ৪ জিবি RAM আর সঙ্গে থাকবে ৬৪ জিবি স্টোরেজ।
আরও পড়ুন: ডুয়াল রিয়ার ক্যামেরা, ৪৮ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ-সহ লঞ্চ হল Nokia 2.3
চলতি বছরের অক্টোবর মাসেই লঞ্চ হয়েছে Redmi 8। ওই ফোনে রয়েছে Snapdragon 439 চিপসেট, ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। রয়েছে ৫,০০০ mAh ব্যাটারি, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ওই ফোনেরই আপডেট ভার্সান হিসাবে লঞ্চ করতে চলেছে Redmi 9। তবে এখনও এই ফোনের ব্যাটারি, ক্যামেরা বা অন্যান্য হার্ডওয়্যার সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।