ফেসবুকের ভারতে কী লক্ষ্য জানেন?

আপনি কি খুব ফেসবুক নেশায় আচ্ছন্ন? সুযোগ পেলেই যখন তখন যেখানে সেখানে ফেসবুক করতে শুরু করেন? জানেন ফেসবুক কী চাইছে? ফেসবুক কর্তারা চাইছেন, ভারতে অন্তত ১০০ কোটি মানুষকে ফেসবুকের সঙ্গে যুক্ত করতে। তবে, এর বিনিময়ে তাঁরা ঠিক কত টাকা রোজগার করতে চাইছেন, সেই সম্পর্কে কিছু বলেননি তাঁরা।

Updated By: Sep 18, 2016, 07:39 PM IST
ফেসবুকের ভারতে কী লক্ষ্য জানেন?

ওয়েব ডেস্ক: আপনি কি খুব ফেসবুক নেশায় আচ্ছন্ন? সুযোগ পেলেই যখন তখন যেখানে সেখানে ফেসবুক করতে শুরু করেন? জানেন ফেসবুক কী চাইছে? ফেসবুক কর্তারা চাইছেন, ভারতে অন্তত ১০০ কোটি মানুষকে ফেসবুকের সঙ্গে যুক্ত করতে। তবে, এর বিনিময়ে তাঁরা ঠিক কত টাকা রোজগার করতে চাইছেন, সেই সম্পর্কে কিছু বলেননি তাঁরা।

আরও পড়ুন এক হেলিকপ্টার আর তিন প্রিয় ক্রিকেটার

আপাতত ভারতে আট কোটিরও বেশি মানুষ সক্রিয়ভাবে ফেসবুক করেন। আর গোটা বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক গ্রুপগুলোর এক কর্তা অদিত বৈদ্য বলেছেন, 'ফেসবুক গ্রুপগুলো মানুষকে জীবনের সবচেয়ে অর্থপূর্ণ কাজগুলো করতে সাহায্য করে।' যদিও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ বলেছেন, ফেসবুক অ্যাপ থেকে তাঁরা রোজগার করার কথা ভাবেছেনই না। বিজ্ঞাপন থেকেই তাঁদের রোজগার হয়ে যাচ্ছে। বরং, ফেসবুক অ্যাপগুলো ব্যবহার করে মানুষ সুবিধা পেলেই তাঁরা বেশি খুশি হবেন।

আরও পড়ুন  কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে রক্ত গরম করা টুইট করলেন বিজেন্দর

.