আজ বিআর আম্বেদকরের জন্মদিনে গুগলের হোমপেজে ডুডলিং শ্রদ্ধার্ঘ
ভারতের সংবিধানের মূখ্য প্রণেতা বি আর আম্বেদকরের ১২৪তম জন্মদিন। আজ সারা পৃথিবীর আটটি দেশে গুগলের হোমপেজ জুড়ে তিনি।
ওয়েব ডেস্ক: ভারতের সংবিধানের মূখ্য প্রণেতা বি আর আম্বেদকরের ১২৪তম জন্মদিন। আজ সারা পৃথিবীর আটটি দেশে গুগলের হোমপেজ জুড়ে তিনি।
আর্জেন্টিনা, চিলি, ভারত, আয়ারল্যান্ড, পেরু, পোল্যান্ড, সুইডেন ও ব্রিটেনে গুগলের হোমপেজ ডুডল আজ আম্বেদকরকে নিয়েই।
১৮৯১ সালে, ১৪ এপ্রিল মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন আম্বেদকর।
ভারতের এই প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজ্ঞ প্রকৃত অর্থেই সমাজ পরিবর্তক ছিলেন। ভারতের নিম্ন বর্ণ, জাতির মানুষদের নিয়ে তাঁর কাজ, বর্ণভেদ প্রথা দূরীকরণের উদ্যোগ, পিছিয়ে পড়া মানুষদের বিশেষ সুবিধা প্রদানে তাঁর ভাবনা এই দেশের আর্থ-সামাজিক, রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে এসেছিল।