5 GB ফ্রি ইন্টারনেট ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!
রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানির জিও 4G ডেটা অফার ঘোষণার পরই নিজেদের কোম্পানিতেও গ্রাহক সংখ্যা বাড়াতে তড়িঘড়ি তত্পর হয়েছে অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। প্রতিযোগিতায় নেমে পড়েছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল। জিওর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে নতুন আকর্ষণীয় অফার নিয়ে এল এয়ারটেল।
![5 GB ফ্রি ইন্টারনেট ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর! 5 GB ফ্রি ইন্টারনেট ডেটা দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/14/65941-data-14-9-16.jpg)
ওয়েব ডেস্ক: রিলায়েন্স চেয়ারম্যান মুকেশ অম্বানির জিও 4G ডেটা অফার ঘোষণার পরই নিজেদের কোম্পানিতেও গ্রাহক সংখ্যা বাড়াতে তড়িঘড়ি তত্পর হয়েছে অন্যান্য সার্ভিস প্রোভাইডরগুলিও। প্রতিযোগিতায় নেমে পড়েছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল। জিওর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে নতুন আকর্ষণীয় অফার নিয়ে এল এয়ারটেল।
বাম্পার অফার নিয়ে এল এয়ারটেল। ৫ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা! তবে এই ফ্রি ডেটা শুধুমাত্র নাইট অফারের জন্য। অর্থাত্, এই ফ্রি ডেটা গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এই সময়ের বাদে বাকি সময়ে ইন্টারনেট ব্যবহার করলে তা গ্রাহকদের রেগুলার ইন্টারনেট প্যাক থেকে বাদ যাবে।
কীভাবে এই অফার পাবেন?
১) http://www.airtel.in/free?icid=home_jackpot_row_4_column_1 প্রথমে এই লিঙ্কটি ডাউনলোড করুন।
২) আপনার স্মার্টফোনে অবশ্যই myAirtel APP ইনস্টল করা থাকতে হবে।
৩) এবার এই অ্যাপ থেকে এই জ্যাকপট অফার পেতে পারেন।
৪) জ্যাকপট পেজ myAirtel APP-এর APP tasks-এ পাওয়া যাবে।
৫) এই অফার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে।