ওয়েব ডেস্ক: ভোডাফোন গ্রাহকদের জন্য দারুণ খবর। এবার ভোডাফোন গ্রাহকেরা অনায়াসেই ৫ মাসের জন্য অতিরিক্ত ৪৫ জিবি ৪জি ডেটা পেয়ে যেতে পারেন।

সদ্যই ওয়ানপ্লাসের সঙ্গে যুক্ত হয়েছে ভোডাফোন । সদ্য লঞ্চ করা ওয়ানপ্লাসের স্মার্টফোন ওয়ানপ্লাস ৫ ব্যবহারকারীরা ৫ মাসের জন্য অতিরিক্ত ৪৫জিবি ৩জি/৪জি ডেটা সঙ্গে ৩ মাসের ভোডাফোনের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এর জন্য ব্যবহারকারীকে শুধুমাত্র ১জিবি ডেটা রিচার্জ করতে হবে।

এছাড়াও মাইভোডাফোন অ্যাপের মাধ্যমে ভোডাফোন গ্রাহকেরা অতিরিক্ত ৩০জিবি ডেটাও পেতে পারেন।

কী কী ফিচার্স রয়েছে এই ওয়ানপ্লাস ৫ স্মার্টফোনে?

দুভাবে স্মার্টফোন নিয়ে এসেছে ওয়ানপ্লাস ৫। একটি ৬জিবি RAM / ৬৪জিবি মেমোরি এবং অন্যটি ৮জিবি RAM / ১২৮জিবি মেমোরি । প্রথমটির দাম ৩২ হাজার ৯৯৯ টাকা। এবং পরেরটির দাম ৩৭ হাজার ৯৯৯ টাকা।

English Title: 
Vodafone users can get 45GB additional 4G data for 5 months on recharge of 1GB
News Source: 
Home Title: 

অতিরিক্ত ৪৫ জিবি ৪জি ডেটা পেতে পারেন ভোডাফোন গ্রাহকেরা!

অতিরিক্ত ৪৫ জিবি ৪জি ডেটা পেতে পারেন ভোডাফোন গ্রাহকেরা!
Yes
Is Blog?: 
No