আগামী ২৯ জুলাই আত্মপ্রকাশ করছে উইনডোজ টেন
দিনক্ষণ পাকা। আগামী ২৯ জুলাই আত্মপ্রকাশ করছে উইনডোজ টেন। উইনডোজ সেভেন, এইট ও এইট পয়েন্ট ওয়ানের ইউসাররা বিনামূল্যে মাইক্রোসফটের অপরেটিং সিস্টেমের নয়া ভার্সন নিজেদের মেশিনে আপগ্রেড করতে পারবেন।
ওয়েব ডেস্ক: দিনক্ষণ পাকা। আগামী ২৯ জুলাই আত্মপ্রকাশ করছে উইনডোজ টেন। উইনডোজ সেভেন, এইট ও এইট পয়েন্ট ওয়ানের ইউসাররা বিনামূল্যে মাইক্রোসফটের অপরেটিং সিস্টেমের নয়া ভার্সন নিজেদের মেশিনে আপগ্রেড করতে পারবেন।
পৃথিবীর বৃহত্তম সফটওয়ার কোম্পানি আগেই ঘোষণা করেছিল, এই গরমেই আসছে উইনডোজ টেন।
পিসি, ল্যাপটপ ছাড়িয়ে এই অপরেটিং সিস্টেমের মাধ্যমে মাইক্রোসফট মোবাইল দুনিয়ায় অ্যানড্রয়েডের আধিপত্য খর্ব করতে চাইছে। উইনডোজ টেনে থাকছে নয়া এক মোড। নাম 'কন্টিনাম'। যে ডিভাইস ব্যবহার করা হোক না কেন 'কন্টিনাম'-এর মাধ্যমে সিম ছাড়াই ট্রান্সিশন সম্ভব। ৪ ইঞ্চির ফোন থেকে ৮০ ইঞ্চির এলইডি ডিসপ্লে, এই মোড কাজ করবে সব খানেই। উইনডোজ টেন-এ থাকছে ব্র্যান্ড নিউ ওয়েব ব্রাউজার 'এজ'।
প্রাথমিক অবস্থায় আপগ্রেড বিনামূল্যে করার মাধ্যমে মাইক্রোসফট চাইছে যত বেশি সম্ভব গ্রাহকরা যাতে উইনডোজের নতুন ভার্সানের হাত ধরে। এই বছরের শেষেই স্মার্টফোনেও চলে আসবে উইনডোজ টেন।