আসছে জিয়াওমি এমআই ফাইভ সি, মোবাইলেই থাকছে কম্পিউটারের প্রসেসর

'চাইনিজ অ্যাপেল' জিয়াওমি এবার চিনের বাজারে নিয়ে আসছে  এমআই ফাইভ সি। ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকা মূল্যের এই স্মার্ট ফোন সম্ভবত প্রথম হ্যান্ডসেট যেখানে ৬৪ বিটের অক্টা-কোর প্রসেসর থাকবে। এখনও পর্যন্ত এমআই সিরিজের সবথেকে আপডেটেড স্মার্ট ফোন এটাই। কম্পিউটার এবং ল্যাপটপে যে ৬৪ বিটের অক্টা-কোর প্রসেসর থাকে এই স্মার্ট ফোনেও থাকবে সেই একই ধরণের প্রসেসর। এই স্মার্ট ফোনে থাকছে অত্যাধুনিক আন্ড্রয়েড ৭.১। এছাড়াও  হাই রেজেলিউশন ১২ মেগা পিক্সেল ক্যামেরাও রয়েছে এমআই ফাইভ সি হ্যান্ডসেটে। ১.২৫ মাইক্রন পিক্সলের এই ক্যামেরার বিশেষত্ব হল ঝকঝকে ছবি, এক কথায় 'ক্রিস্টাল ক্লিয়ার'। যা অন্য কোনও স্মার্ট ফোনের ক্যামেরায় থাকে না। (এমনই দেখতে হবে নোকিয়া ৩৩১০)    

Updated By: Feb 28, 2017, 04:41 PM IST
আসছে জিয়াওমি এমআই ফাইভ সি, মোবাইলেই থাকছে কম্পিউটারের প্রসেসর

ওয়েব ডেস্ক: 'চাইনিজ অ্যাপেল' জিয়াওমি এবার চিনের বাজারে নিয়ে আসছে  এমআই ফাইভ সি। ভারতীয় মুদ্রায় ১৫,০০০ টাকা মূল্যের এই স্মার্ট ফোন সম্ভবত প্রথম হ্যান্ডসেট যেখানে ৬৪ বিটের অক্টা-কোর প্রসেসর থাকবে। এখনও পর্যন্ত এমআই সিরিজের সবথেকে আপডেটেড স্মার্ট ফোন এটাই। কম্পিউটার এবং ল্যাপটপে যে ৬৪ বিটের অক্টা-কোর প্রসেসর থাকে এই স্মার্ট ফোনেও থাকবে সেই একই ধরণের প্রসেসর। এই স্মার্ট ফোনে থাকছে অত্যাধুনিক আন্ড্রয়েড ৭.১। এছাড়াও  হাই রেজেলিউশন ১২ মেগা পিক্সেল ক্যামেরাও রয়েছে এমআই ফাইভ সি হ্যান্ডসেটে। ১.২৫ মাইক্রন পিক্সলের এই ক্যামেরার বিশেষত্ব হল ঝকঝকে ছবি, এক কথায় 'ক্রিস্টাল ক্লিয়ার'। যা অন্য কোনও স্মার্ট ফোনের ক্যামেরায় থাকে না। (এমনই দেখতে হবে নোকিয়া ৩৩১০)    

.