ইউটিউব নিয়ে এল ইমোজি কিবোর্ড

এবার ইমোজি কিবোর্ড নিয়ে এল ইউটিউব। ইউটিউবার টম স্কট নিয়ে জনপ্রিয় ইমোজিদের নিয়ে তৈরি করেছেন এই শর্টকাট কিবোর্ড। একসঙ্গে ১৪টি কিবোর্ড ব্যবহার করা হয়েছে।

Updated By: Sep 25, 2015, 10:17 AM IST
ইউটিউব নিয়ে এল ইমোজি কিবোর্ড

ওয়েব ডেস্ক: এবার ইমোজি কিবোর্ড নিয়ে এল ইউটিউব। ইউটিউবার টম স্কট নিয়ে জনপ্রিয় ইমোজিদের নিয়ে তৈরি করেছেন এই শর্টকাট কিবোর্ড। একসঙ্গে ১৪টি কিবোর্ড ব্যবহার করা হয়েছে।

ইমোজি কিবোর্ডের ভিডিও বিবরণে স্কট বলেছেন, গত কয়েক বছরে যা যা তৈরি করেছি তার মধ্যে ইমোজি কিবোর্ড সবথেকে মজার। ১৪টি কিবোর্ড ও ১,০০০ স্টিকার নিয়ে তৈরি এই রিয়েল-লাইফ কিবোর্ড। ইউনিকোড ৮-এর সমস্ত কিছু রয়েছে এই কিবোর্ডে, তবে নেই ইউনিকোড-৯ এর বৈশিষ্ট্যগুলি। পরের বছর হয়তো আরও একটি কিবোর্ড তৈরি করবো।

এবার থেকে ইউটিউবে টেক্সটের কাজ সারবে এই ইমোজি কিবোর্ড।

.