শেষ ষোলোর লড়াইয়ে আজ কোস্টারিকার মুখোমুখি গ্রিস
রবিবার গভীর রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা বনাম গ্রিসের লড়াই। অঘটন ঘটিয়ে নক আউটে জায়গা পাকা করেছে কোস্টারিকা। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় লড়াই জিতে শেষ ষোলোয় গ্রিস। সাম্বার দেশে বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ কোস্টারিকা। গ্রুপ অফ ডেথ থেকে ইতালি, ইংল্যান্ডকে পিছনে ফেলে নক আউটে জায়গা করে নিয়েছে লুই পিন্টোর দল। অঘটন ঘটিয়ে আরও কিছুটা এগোনোই লক্ষ্য কস্টারিকার। রবিবার রাতে পিন্টোর দলের প্রতিপক্ষ গ্রিস।
রবিবার গভীর রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে কোস্টারিকা বনাম গ্রিসের লড়াই। অঘটন ঘটিয়ে নক আউটে জায়গা পাকা করেছে কোস্টারিকা। অন্যদিকে শেষ মুহূর্তের নাটকীয় লড়াই জিতে শেষ ষোলোয় গ্রিস। সাম্বার দেশে বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ কোস্টারিকা। গ্রুপ অফ ডেথ থেকে ইতালি, ইংল্যান্ডকে পিছনে ফেলে নক আউটে জায়গা করে নিয়েছে লুই পিন্টোর দল। অঘটন ঘটিয়ে আরও কিছুটা এগোনোই লক্ষ্য কস্টারিকার। রবিবার রাতে পিন্টোর দলের প্রতিপক্ষ গ্রিস।
ব্রায়ান রুইজ, জোল ক্যাম্বেলরা এবারের বিশ্বকাপে নিজেদের চিনিয়েছেন। নক আউটের ম্যাচে দলে খুব একটা পরিবর্তন করছেন না পিন্টো। অন্যদিকে গ্রুপ লিগে শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা পাকা করেছে দুহাজার চারের ইউরো চ্যাম্পিয়নরা। আক্রমণভাগে এই ম্যাচে দলে কোনও পরিবর্তন হচ্ছে না। তবে আইভরি কোস্টের বিরুদ্ধে চোট পাওয়ায় এই ম্যাচে অনিশ্চিত গোলরক্ষক কার্নেজিস ও পানাগিওটিস। তবে গ্রিসের বড় ভরসা সামারাস ও কারাগুনেস। অতীতে গ্রিস ও কোস্টারিকা একবারও মুখোমুখি হয়নি। রবিবার রাতেই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দেশ।