উরুগুয়েকে হারাতে আজ মরিয়া ইংল্যান্ড
উরুগুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েন রুনিকে তার পছন্দের পজিশনে খেলাতে চলেছেন ইংল্যান্ড কোচ রয় হজসন। ড্যানিয়াল স্টুরিজের পাশে ফরোয়ার্ডে শুরু করতে চলেছেন ইংল্যান্ডের নাম্বার টেন।
উরুগুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েন রুনিকে তার পছন্দের পজিশনে খেলাতে চলেছেন ইংল্যান্ড কোচ রয় হজসন। ড্যানিয়াল স্টুরিজের পাশে ফরোয়ার্ডে শুরু করতে চলেছেন ইংল্যান্ডের নাম্বার টেন।
ভুল থেকে শিক্ষা নিতে চলেছেন অভিজ্ঞ রয় হজসন। উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে ওয়েন রুনিকে ফরোয়ার্ডে রেখে দল সাজাচ্ছেন তিনি। ইতালির কাছে প্রথম ম্যাচে হেরে এমনিতেই চাপে ইংল্যান্ড। তার ওপর সে দেশের সংবাদমাধ্যম ও প্রাক্তন ফুটবলাররা ক্রমাগত রুনির সমালোচনা করে চলেছেন। আজুরিদের বিরুদ্ধে লেফট উইংয়ে রুনিকে খেলিয়েছিলেন হজসন। স্টুরিজকে দিয়ে গোল করালেও নিজে ব্যর্থ রুনি। ইংল্যান্ডের সেরা তারকা এখনও পর্যন্ত বিশ্বকাপে গোল পাননি। এই অবস্থায় মঙ্গলবার অনুশীলনে দীর্ঘ সময় রুনি ও স্টুরিজকে ফরওয়ার্ডে খেলানো হল। সেই সময় দুটো উইংয়ে খেলানো হয় স্টার্লিং ও ওয়েলব্যাককে। পছন্দের পজিশনে ইংল্যান্ডের নাম্বার টেনকে কি পাওয়া যাবে চেনা ছন্দে? সেদিকেই তাকিয়ে তামাম ফুটবল বিশ্ব।