`আফ্রিকার ব্রাজিল`কে হারিয়ে আজই শেষ ষোলোয় যেতে চান লো

শনিবার রাতে বিশ্বকাপের ম্যাচে ফের নামছে জার্মানি। ফোর্টালেজা স্টেডিয়ামে মুলারদের প্রতিপক্ষ ঘানা। প্রথম ম্যাচে পর্তুগালকে হারিয়ে ফুঁটছে জোয়াকিম লোয়ের দল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্টের কাছে হেরে চাপে ব্ল্যাক স্টার্সরা। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে বারোটায়।

Updated By: Jun 21, 2014, 11:15 AM IST

-----------------------------------------------
শনিবার রাতে বিশ্বকাপের ম্যাচে ফের নামছে জার্মানি। ফোর্টালেজা স্টেডিয়ামে মুলারদের প্রতিপক্ষ ঘানা। প্রথম ম্যাচে পর্তুগালকে হারিয়ে ফুঁটছে জোয়াকিম লোয়ের দল। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্টের কাছে হেরে চাপে ব্ল্যাক স্টার্সরা। ভারতীয় সময় ম্যাচ শুরু রাত সাড়ে বারোটায়।

বিশ্বকাপের গ্রুপ জির দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু শনিবার রাতেই। ফর্তালেজা স্টেডিয়ামে মুখোমুখি জার্মানি ও ঘানা। প্রথম ম্যাচে পর্তুগালকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপে ঝড় তুলেছে জার্মানি। ব্রাজিল বিশ্বকাপে এখনও পর্যন্ত সবথেকে নজর কেড়েছে জোয়াকিম লোয়ের দল। এই বিশ্বকাপ জেতার অন্যতম ফেভারিটও তারা। তাই অনেক প্রত্যাশা নিয়ে ফের মাঠে নামছেন থমাস মুলার, মেসুট ওজিলরা। প্রথম ম্যাচের পারফরমেন্সকে কি ছাপিয়ে যেতে পারবে ফর্মে থাকা এই জার্মান দল? সে দিকেই নজর বিশ্ব ফুটবলের।

প্রথম ম্যাচে চোট পাওয়ায় ঘানার বিরুদ্ধে অনিশ্চিত ডিফেন্ডার ম্যাটস হামেলস। বাকি দলে পরিবর্তনের সম্ভাবনা কম। লাম, খেদেরা, ক্রুজদের দাপটে বেঞ্চে শুরু করতে পারেন সোয়াইনস্টাইগার, পোডলস্কিরা। `ফল্স নাইন` স্ট্রাটেজি নিয়ে খেলা জোয়াকিম লোর বড় ভরসা প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা মুলার।

অন্যদিকে, শেষ দুটো বিশ্বকাপে প্রথম রাউন্ডের বাধা টপকাতে সফল হয়েছিল ঘানা। তবে ব্রাজিলে প্রথম ম্যাচে হেরে বিপাকে জেমস আপ্পাইয়ের দল। শক্তিশালী জার্মানির বিরুদ্ধে নামার আগে তাই কিছুটা পিছিয়ে ব্ল্যাক স্টার্স। চোট সারিয়ে এই ম্যাচে প্রথম একাদশে ফিরছেন মাইকেল এসিয়ান। সঙ্গে রয়েছেন কেভিন প্রিন্স বোয়তাং, সুলে মুন্টারি, আসামোয়া জিয়ানের মতো পরিচিত মুখ। তাই এই ঘানা দলকে হাল্কা ভাবে নিলে ভুল করবেন জোয়াকিম লো।

শনিবারের ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন দুই ফুটবলার। দুই ভাই জেরমে বোয়েতাং ও কেভিন প্রিন্স বোয়েতাং নামছেন একে অপরের বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে এর আগে দুবারের সাক্ষাতে দুবারই ঘানাকে হারিয়েছে জার্মানি। তাই সব মিলিয়ে কিছুটা এগিয়ে শুরু করছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

.